আজকাল ওয়েবডেস্ক: নর্মদার তীরে উদ্ধার হল কমপক্ষে ২০০টি মৃত টিয়াপাখি। মধ্যপ্রদেশের খারগোন জেলায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। বনদপ্তরের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার জেরেই এই বিপর্যয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত চার দিন ধরে বাড়ওয়াহ এলাকায় নর্মদা নদীর একটি ব্রিজের ধার থেকে উদ্ধার হচ্ছে পাখিদের নিথর দেহ। সরকারি সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে বার্ড ফ্লু-এর কোনও প্রমাণ মেলেনি। মূলত খাবারের বিষক্রিয়া থেকেই এই কাণ্ড।
ঘটনার জেরে জেলা বন্যপ্রাণী ওয়ার্ডেন টনি শর্মা জানান, উদ্ধারকাজের সময় কিছু পাখি বেঁচে থাকলেও বিষের তীব্রতায় কিছুক্ষণ পরেই সেগুলির মৃত্যু হয়। আপাতত ওই এলাকায় পাখিদের খাবার খাওয়ানোর ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে বনকর্মীও।
পশু চিকিৎসকদের মতে, ভুল খাদ্যাভ্যাসই এই বিপত্তি ডেকে এনেছে। চিকিৎসক মণীষা চৌহান জানান, মানুষ অনেক সময় না বুঝেই পাখিদের এমন কিছু খাবার দেন যা তাদের হজম হয় না। অন্য এক আধিকারিক সুরেশ বাঘেল জানান, মৃত পাখিদের পেটে চাল ও পাথরের কুচি পাওয়া গিয়েছে।
খবর অনুযায়ী, চাষের জমিতে ব্যবহৃত কীটনাশক মেশানো দানা অথবা পর্যটকদের দেওয়া বাসি খাবার খেয়েই পাখিদের এই দশা হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা জবলপুরে পাঠানো হয়েছে। বর্তমানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত জারি রয়েছে।
