নতুন বছর শুরু হয়ে গিয়েছে। এই বছর কার কেমন কাটবে সেটা জানতে আগ্রহী সকলেই। কিন্তু কেবল রাশি নয়, জন্মসংখ্যাও বলে দেবে এই বছরটা আপনার কেমন কাটবে। জেনে নিন সেটাই। ছবি- সংগৃহীত
2
10
মূলাঙ্ক ১: কোনও মাসের ১, ১০, ১৯ এবং ২৮ সালে যাঁদের জন্ম তাঁরা নিজেদের নতুন পরিচিতি গড়ে তুলবেন। খ্যাতি বাড়বে। পদোন্নতি হবে। নতুন প্রজেক্টের দায়িত্ব পাবেন। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে সেটাও শুরু করার আদর্শ সময় এটা। কিন্তু অতিরিক্ত কাজ করলে ক্লান্তি আসতে পারে। ছবি- সংগৃহীত
3
10
মূলাঙ্ক ২: কোনও মাসের ২, ১১, ২০ এবং ২৯ তারিখে যাঁদের জন্ম ভেবে চিনতে, পরিকল্পনা করে চললে সাফল্য পাবেন এই বছর। পার্টনারশিপে ব্যবসা করলে লাভের মুখ দেখবেন। যাঁরা মিডিয়া, ডিজাইন, কাউন্সেলিং, বা পাবলিক রিলেশনের সঙ্গে যুক্ত তাঁদের কেরিয়ারে ব্যাপক উন্নতি হবে। প্রেম হোক বা দাম্পত্য জীবন, সুখে কাটবে। ছবি- সংগৃহীত
4
10
মূলাঙ্ক ৩: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন। পদোন্নতি হওয়ার পাশাপাশি আয় অনেকটা বাড়বে। আয়ের নতুন উৎস তৈরি হবে। শিক্ষক, প্রশাসনিক আধিকারিক বা পরামর্শদাতা হিসেবে যাঁরা কাজ করেন তাঁরা ব্যাপক খ্যাতি অর্জন করবেন। কিন্তু অহংকার দেখাবেন না। আত্মসংযম করে চলুন। যাঁদের জন্ম কোনও মাসের ৩, ১২, ২১ বা ৩০ তারিখ তাঁদের মূলাঙ্ক ৩। ছবি- সংগৃহীত
5
10
মূলাঙ্ক ৪: একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই ব্যক্তিদের। যাঁরা কোনও মাসের ৪, ১৩, ২২ বা ৩১ তারিখে জন্মান তাঁদের জীবনে এই বছর একাধিক বদল আসবে। দায়িত্ব বাড়বে। অকারণ প্রচুর খরচ হবে। হুহু করে টাকা বেরোবে। মানসিক চাপ বৃদ্ধি পাবে। ছবি- সংগৃহীত
6
10
মূলাঙ্ক ৫: কোনও মাসের ৫, ১৪ বা ২৩ তারিখে যাঁদের জন্ম তাঁদের এই বছরটা ভরপুর রোম্যান্স, প্রেমে কাটবে। একাধিক জায়গায় বেড়াতে যেতে পারেন। যাঁরা চাকরি বদলের চেষ্টা করছেন তাঁরা তাতে সফল হবেন। যাঁরা মিডিয়া বা ডিজিটাল মাধ্যমের সঙ্গে যুক্ত তাঁদের কেরিয়ারে উন্নতি হবে। খরচের দিকে নজর রাখুন। ছবি- সংগৃহীত
7
10
মূলাঙ্ক ৬: ৬, ১৫ বা ২৪ তারিখে জন্ম কোনও মাসের তাহলে এই বছরে পরিবারের অনেক দায়িত্ব আপনার কাঁধে চাপবে। ব্যবসায়ীরা এই বছর তেমন লাভের মুখ দেখবেন। আয় তেমন বাড়বে না। জলের মতো খসবে টাকা। সঙ্গীর সঙ্গে কথা বলার সময় সংযত থাকুন বা ভেবে কথা বলুন, অন্যথায় অশান্তি নিশ্চিত। ছবি- সংগৃহীত
8
10
মূলাঙ্ক ৭: আত্মবিশ্বাস বাড়বে। নতুন কাজ শিখবেন। যাঁরা আধ্যাত্মিকতা, শিক্ষা, লেখালিখির সঙ্গে যুক্ত তাঁদের নামডাক হবে। ব্যবসায়ে উন্নতি হবে, কিন্তু খুবই ধীরে। প্রেমে গভীরতা বাড়বে। যাঁরা সিঙ্গল তাঁদের বিয়ের কথা পাকা হতে পারে। ছবি- সংগৃহীত
9
10
মূলাঙ্ক ৮: অনুশাসন এবং পরিশ্রম, এই দুই হচ্ছে এঁদের চলতি বছরের দুই মূল জিনিস। যে কোনও মাসের ৮, ১৭ বা ২৬ তারিখে যাঁদের জন্ম তাঁরা তাঁদের পরিশ্রমের ফসল পাবেন। কেরিয়ারে উন্নতি হবে, পদোন্নতি হতে পারে। কাজের জন্য পরিচিতি, স্বীকৃতি বাড়বে। ব্যবসা বৃদ্ধি পাবে। বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাবেন। যাঁরা সিঙ্গল এবং বিয়ের কথা চলছে, তাঁদের বিয়ে পাকা হবে। ছবি- সংগৃহীত
10
10
মূলাঙ্ক ৯: অতিরিক্ত রাগের কারণে বিভিন্ন ঝামেলায় জড়াবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। কিন্তু হটকারী কোনও সিদ্ধান্ত নিয়ে কোথাও বিনিয়োগ করলে বা খরচ করলে পরিণাম ভাল হবে না। নতুন প্রেম আসতে পারে জীবনে। বন্ধু এবং পরিবারের থেকে সাহায্য পাবেন। ছবি- সংগৃহীত