২০২৬ সালের প্রথম পূর্ণিমা আগামিকাল ৩ জানুয়ারি। শনিবার সন্ধ্যার আকাশে উদয় হবে উজ্জ্বলতর বড় চাঁদ। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় যার পোশাকি নাম ‘উলফ মুন’।
2
7
নতুন বছরের প্রথম ‘সুপারমুন’ হবে শনিবার। এদিন রাত ১০টার পর সবচেয়ে ভাল চাঁদ দেখা যাবে হবে বলে জানা গিয়েছে। আসলে এই সময় পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে চাঁদ। অন্যান্য সময়ের চেয়ে চাঁদকে অন্তত ৩০ গুণ বেশি উজ্জ্বল এবং ১৪ শতাংশ বড় দেখায় বলে একে বলা হয় ‘সুপারমুন’। ‘উলফ মুন’ এরই একটি বিশেষ ধরন।
3
7
জ্যোতিষশাস্ত্র বলছে, শনিবার পূর্ণিমার রাতেই পুরণ হবে মনের ইচ্ছা। খুব সহজ একটি নিয়ম পালন করলেই এদিন মনের ইচ্ছা পূরণ করা সম্ভব।
4
7
শনিবার রাতে ছাদে বা ব্যালকনিতে কিংবা বাড়ির যেখান থেকে চাঁদ দেখা যায় সেখানে চাঁদের দিকে মুখ করে দাঁড়াতে হবে। এবার বুকে হাত রেখে বিশ্বাসের সঙ্গে চন্দ্রদেবকে মনের ইচ্ছা বলতে হবে।
5
7
আপনার ইচ্ছা যত অসাধ্যই হোক, তা এই সহজ কৌশলে ঠিক পূরণ হবে। তবে চন্দ্রদেবকে আপনি যে ইচ্ছের কথা বলবেন, তা যেন অন্য কাউকে বলবেন না।
6
7
প্রসঙ্গত, 'উলফ মুন'-কে ঘিরে রয়েছে অনেক কাহিনি। এই সময় নাকি অনেকের জীবনে বিপর্যয় বয়ে নিয়ে আসবে। জঙ্গলের নেকড়েরা অনেক বেশি সক্রিয় হয়ে যায়। যারা অশুভ শক্তির আগমন দ্রুত টের পায়। যারা তান্ত্রিক শক্তির সাধনা করে থাকেন তাদের কাছে এই দিনটি গুরুত্বপূর্ণ।
7
7
বিজ্ঞানের সঙ্গে কল্পনার মিল সহজে হয় না। যারা নিজের মতো করে এই সুপারমুনকে যেভাবে কাজে লাগাতে চাইবেন তাদের কাছে সেটি তেমনভাবেই ধরা দেবে।