নিজস্ব সংবাদদাতা: আবারও শিরোনামে পরিচালক শমীক রায়চৌধুরী। পরপর আসছে তাঁর দুটি ছবি। আজকাল ডট ইন-কে পরিচালক জানান, "একটি ছবির গল্পে থাকবে অ্যাডভেঞ্চার। অন্যটি হতে চলেছে সাইকোলজিক্যাল ড্রামা। নিজের লেখা চিত্রনাট্যের উপরেই কাজ করি আমি। তাই ছবির কাজের সবটাই নিজের হাতে বুঝে নিই। ইতিমধ্যেই শুরু হয়েছে দুটি ছবিরই রেকির কাজ। তবে দুটো ছবির কোনওটির নাম এখনও চূড়ান্ত হয়নি। এই বছরের শেষে অ্যাডভেঞ্চার ছবিটি এবং আগামী বছরের মাঝামাঝি সময়ে সাইকোলজিক্যাল ড্রামাটি মুক্তি পেতে চলেছে।"

সূত্রের খবর, শমীক রায়চৌধুরীর অ্যাডভেঞ্চার নিয়ে ছবির কেন্দ্রবিন্দুতে থাকবে একটি শিশু। এক কথায় ছোটদের ছবি বলা যায় এটিকে। সাধারণত অ্যাডভেঞ্চার ঘরানার ছবিতে যে ধরণের গল্প দর্শক দেখতে পায় এই ছবির গল্প হতে চলেছে একেবারে আলাদা। বসতি অঞ্চলের একটি শিশুর জীবন কীভাবে অ্যাডভেঞ্চারে পরিণত হয়, সেই নিয়েই এগোয় ছবির গল্প। শিশুটির বাবা মা হিসেবে, মুখ্য চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা সায়ন ঘোষ ও অভিনেত্রী শতাক্ষী নন্দিকে। পাহাড়ি অঞ্চলে হবে শুটিং। সবকিছু ঠিক থাকলে এই বছরের শেষেই মুক্তি পাবে ছবি।

সাইকোলজিক্যাল ড্রামা 'বেলাইন'-এর সাফল্যের পর পরিচালক শমীক রায়চৌধুরীর আগামী কাজেও থাকছে সাইকোলজিক্যাল থ্রিলারের ছোঁয়া। এই ছবিটিতে কয়েকটি আলাদা আলাদা গল্পের সংমিশ্রণ দেখা যাবে। গল্প আলাদা হলেও কোথাও যেন প্রতিটি গল্প একসূত্রে বাঁধা। সূত্রের খবর, এই ছবিতেও 'বেলাইন'-এর মুখ্য অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্যকে দেখা যেতে পারে। আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে চলেছে ছবিটি।