নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিন টিআরপি তালিকায় বাংলা সেরা ধারাবাহিকের তকমা বজায় রেখেছিল জি বাংলার 'জগদ্ধাত্রী'। কিন্তু, বেশ কয়েক সপ্তাহ ধরে বেশ অনেকটাই নম্বর কমেছে সিরিয়ালের। আবার নিজের জায়গা ফিরে পেতে লড়াইয়ের ময়দানে নেমেছে 'জ্যাস' ও 'স্বয়ম্ভূ'। কিছুদিন আগেই ধারাবাহিকে সুখবর দিয়েছিল জগদ্ধাত্রী। মা হতে চলেছে সে। তবুও দর্শকমনে নিজের জায়গা ফিরে পায়নি সে।

তাই এবার জামাইষষ্ঠী স্পেশ্যাল পর্ব নিয়ে আসছে ধারাবাহিক। সেখানে থাকছে যেমন মজা, তেমনই চমক। ইতিমধ্যে 'জগদ্ধাত্রী'র জামাইষষ্ঠী স্পেশ্যাল পর্বের প্রোমো সামনে এল।

প্রথমবার জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাচ্ছে 'স্বয়ম্ভূ'। এদিকে জামাই হিসেবে তাকে কখনওই মেনে নেয়নি 'জগদ্ধাত্রী'র মা। 'জগদ্ধাত্রী' ছল করে মা'কে ইনকাম ট্যাক্সের তল্লাশির ভয় দেখায়। যাতে 'স্বয়ম্ভূ'র কাছে দারস্থ হতে হয় মা'কে। সেটাই হয়, বিপদের হাত থেকে বাঁচতে 'স্বয়ম্ভূ'কে জামাইষষ্ঠীতে নিমন্ত্রণ করেন তার শাশুড়িমা। একপ্রকার বাধ্য হয়েই 'উৎসব'-এর সঙ্গে 'স্বয়ম্ভূ'রও জামাই আদর হয়। এরপর কী হবে? জানতে হলে চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যে সাতটা'য় জি বাংলার 'জগদ্ধাত্রী'র জামাইষষ্ঠী জমজমাট পর্বে।