আজকাল ওয়েবডেস্ক:‌ ইজরায়েল গাজা উপত্যকায় প্রতিদিন চার ঘণ্টা যুদ্ধবিরতি রাখতে সম্মত হয়েছে। ঘোষণা করল আমেরিকা। উত্তর গাজা থেকে প্যালেস্তাইনি সাধারণ নাগরিকদের অন্যত্র চলে যাওয়ার সুযোগ দিতে ইজরায়েল এই যুদ্ধবিরতি পালন করবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।  বৃহস্পতিবার থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়েছে।  মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানান, ‘‌গাজার উত্তরাঞ্চল থেকে সাধারণ নাগরিকদের সরে যাওয়ার জন্য দুটো মানবিক করিডোর থাকবে। ইজরায়েল জানিয়েছে, এই সময়ে ওই সব এলাকায় কোনও সামরিক অভিযান চালানো হবে না।’‌ এদিকে, গাজায় প্রতিদিন কমপক্ষে ১৫০টি মানবিক ট্রাক পাঠানোর লক্ষ্য নিয়েছে আমেরিকা। এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হামাসের প্রাক্তন প্রধান খালেদ মেশাল একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে মিশরে গেছেন। গাজার পরিস্থিতি নিয়ে 
মিশরের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান আব্বাস কামেলের সঙ্গে বৈঠক হয়েছে হামাস শীর্ষ নেতাদের।