আজকাল ওয়েবডেস্ক: চলছে হামাস–ইজরায়েল যুদ্ধ। এই পরিস্থিতিতে প্যালেস্তাইনের গাজা উপত্যকায় একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েল। হামাসকে জব্দ করতে। যদিও গাজা উপত্যকা দখল করার বা শাসন করার কোনও পরিকল্পনা ইজরায়েলের নেই বলে জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘গাজা জয় করতে বা দখল করতে চাই না। গাজা শাসন করতেও চাই না।’ এরপরই নেতানিয়াহু বলেন, ‘৭ অক্টোবরের মতো হামলা যাতে আর না হয় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ প্রসঙ্গত ওই হামলায় হামাস ১,৪০০ মানুষকে হত্যা করেছিল। কয়েক দিন আগে নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধ শেষ হলে ইজরায়েল ‘অনির্দিষ্টকালের জন্য’ প্যালেস্তাইনি উপত্যকার নিরাপত্তার নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখতে পারে। কিন্তু আমেরিকার সমালোচনার মুখে পড়ে নতুন এই ঘোষণা করলেন নেতানিয়াহু।
