নিজস্ব সংবাদদাতা: বেশ কিছুদিনের বিরতির পর আবারও জি বাংলায় নতুন কাজ নিয়ে ফিরছেন পরিচালক স্বর্নেন্দু সমাদ্দার। জি বাংলায় শুরু হচ্ছে তাঁর দ্বিতীয় ইনিংস। তাঁর প্রযোজনা সংস্থা ক্রেজি আইডিয়াজ মিডিয়ার তরফে সোশ্যাল মিডিয়ায় এমনটাই ঘোষণা করলেন পরিচালক।

এই বিষয়ে আজকাল ডট ইন-কে স্বর্ণেন্দু সমাদ্দার জানান, বহুদিন পর নতুন কাজ নিয়ে ফিরছেন তিনি। নতুন ধারাবাহিকের গল্পেও থাকবে প্রেমের ছোঁয়া। সেই সঙ্গে তাঁর আগের গল্পগুলোর মতোই সামাজিক বার্তাও থাকবে ধারাবাহিকে। নতুন কাজে নায়ক নায়িকার চরিত্রে থাকছে বড় চমক। নায়ক তাঁর খুবই কাছের একজন বলে জানিয়েছেন স্বর্ণেন্দু।

সূত্রের খবর, অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়কে দেখা যাবে নতুন ধারাবাহিকের নায়কের চরিত্রে। জি বাংলার সঙ্গে এটা তৃতীয় কাজ হতে চলেছে অভিনেতার। স্বর্ণেন্দুর হাত ধরেই 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের মাধ্যমে জি-এর পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা। অল্প দিনেই দর্শকমহলে জায়গা পাকা করে নিয়েছেন অভিনেতা। নায়িকাদের সঙ্গে ঋত্বিকের কেমিস্ট্রি বরাবরই পছন্দ করেছেন তাঁর অনুরাগীরা। এবার কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন তিনি? এই মুহূর্তে তা নিয়ে মুখ খুলতে না নারাজ পরিচালক। স্বর্ণেন্দুর কথায়, নায়িকার চরিত্রে থাকছে সবচেয়ে বড় চমক। দর্শকের কাছে পরিচিত মুখ তিনি। বাকিটা ক্রমশ প্রকাশ্য। খুব তাড়াতাড়ি আসছে নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো।