আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের বড় জয়ে বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেল পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ বাকি থাকলেও বাবরদের যা টার্গেট দাঁড়াচ্ছে, সেটা কোনওভাবেই সম্ভব নয়। যদি না কোনও অলৌকিক কাণ্ড ঘটে। তবে ক্রিকেটে শেষ বল পর্যন্ত কোনও ভবিষ্যদ্বাণী করা যায় না। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে কিউয়িরা।‌ রানরেট +০.৭৪৩। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট সংগ্রহ করে পাঁচে পাকিস্তান। রানরেট +০.০৩৬। দুই দলের মধ্যে রানরেটে বিশাল পার্থক্য। নিউজিল্যান্ডকে টপকে শেষ চারে যেতে হলে শনিবার ইডেনে ইংল্যান্ডকে অন্তত ২৮৭ রানের ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে। যা অত্যন্ত কঠিন। প্রায় অসম্ভব বলা চলে। এর পাশাপাশি, পাকিস্তান পরে ব্যাট করলে, মাত্র ২.৩ ওভারের মধ্যে জয়সূচক রানে পৌঁছতে হবে। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩০০ রান তুললে, ৬ ওভারের মধ্যে সেই রানে পৌঁছে যেতে হবে পাকিস্তানকে। সুতরাং মিরাকেল ছাড়া সেমিফাইনালে যাওয়া কার্যত অসম্ভব বাবরদের। এখনও পর্যন্ত টেবিলের যা অবস্থা তাতে ১৫ নভেম্বর মুম্বইয়ে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। পরের দিন ইডেনে খেলবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। মিরাকেল ঘটিয়ে যদি পাকিস্তান শেষ চারে যায়, সেক্ষেত্রে ১৬ নভেম্বর ইডেনে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। অন্য সেমিফাইনাল একদিন আগে মুম্বইয়ে হবে।