আজকাল ওয়েবডেস্ক : ভারতের বাজারে মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। জানালেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। টোকিওতে একটি আলোচনা সভা থেকে শক্তিকান্ত দাস জানান, রিজার্ভ ব্যাঙ্কের কাজই হল দেশের অন্য ব্যাঙ্কগুলিকে সঠিক দিশা দেখানো। পাশাপাশি ব্যাঙ্কগুলি যখন সমস্যায় পড়বে তখন তাদের পাশে থাকা। ভারতবর্ষ এই নীতি অনুসরণ করে লাভের মুখ দেখেছে। যেভাবে বাজারে বিনিয়োগের পরিমাণ কমছে তাতে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। তার মতে, বাজারে টাকা কম নেই। কিন্তু খোলা বাজারে টাকা বেশি থাকার অর্থ সেই অর্থ পরবর্তীকালে ফের ব্যাঙ্কেই ফিরে আসবে। কারণ দিনের শেষে একজন মানুষ তার উপার্জনের অর্থ ব্যাঙ্কেই ফেরত আনবে। দেশের মুদ্রাস্ফীতি ঘটলে তার প্রভাব বাজারে অনেকটাই পড়ে। তবে সঠিক পথে যদি চলা যায় তবে পরবর্তীকালে এর থেকে বেরিয়ে আসা সম্ভব। নোটবন্দির পর ভারতের অর্থনীতি অনেকটা বেসামাল হয়ে পড়েছিল। তবে সেখান থেকে ফের ভারতবর্ষ ঘুরে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন অংশে সাধারণ মানুষ ফের ব্যাঙ্কগুলিতে তাদের অর্থ গচ্ছিত রেখেছে।
