সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
বাচ্চার জন্য কেনাকাটায় দীপিকা
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন-এর অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে দারুণ খুশি তাঁর অনুরাগীরা। অভিনেত্রীর স্ফীতোদরের ঝলক সামনে আসতেই সেই ছবি নিমেষে ভাইরাল হয়। এই মুহূর্তে দীপিকাকে মুম্বইয়ের বিভিন্ন রোস্তারাঁ বা শপিং মলের বাইরে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেল মুম্বইয়ের বিলাসবহুল শপিং মলের বাইরে। যা দেখে নেটিজেনদের দাবি, তিনি হয়তো তাঁর সন্তানের জন্য এখন থেকেই কেনাকাটা শুরু করেছেন।
আবার জুটিতে বরুণ-বনিতা
বরুণ ধাওয়ান ও বনিতা সন্ধু অভিনীত 'অক্টোবর' সিনেমার পর এই জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি। 'অক্টোবর'-এর সাত বছর উপলক্ষ্যে অভিনেত্রী মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে জানান, তিনি আবারও বরুণ ধাওয়ান-এর সঙ্গে কাজ করতে চান। চিত্রনাট্য পেলেও এই মুহূর্তে বরুণের ব্যস্ততার কারণে অভিনেতা সময় দিতে পারছেন না বলেও জানান বনিতা। খুব তাড়াতাড়ি তাঁদের আবারও জুটি বাঁধতে দেখা যাবে বলেও অনুরাগীদের ভরসা দিয়েছেন অভিনেত্রী।
নতুন ভূমিকায় অনন্যা
বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রথম ওয়েব সিরিজ 'কল মি বে' নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল তুঙ্গে। সিরিজে এক ফ্যাশানিস্তার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সিরিজের প্রথম পোস্টার সামনে আসতেই অনন্যার লুক দেখে সিরিজটির প্রতি আগ্রহ আরও বেড়েছে দর্শকের। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় অনন্যা একটি ছবি শেয়ার করে লেখেন তাঁর প্রথম এ ডি-এর কাজ। আসলে 'কল মি বে'-এর সেট থেকে পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরার পিছনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজও করছেন তিনি।নতুন ভূমিকায় অনন্যাকে দেখে খুশি অনুরাগীরা।
প্রেম প্রসঙ্গে মুখ খুললেন প্রতিভা-স্পর্শ
প্রতিভা রানতা ও স্পর্শ শ্রীবাস্তবের সম্পর্ক নিয়ে জল্পনার মাঝে মুখ খুললেন দুই তারকা। 'লাপাতা লেডিস' মুক্তির পরে তাঁদের দুজনের অফস্ক্রিন রসায়ন নজর কেড়েছিল নেটিজেনদের। প্রশ্ন উঠেছিল তাঁরা কি প্রেম করছেন? এবার এই প্রশ্নের জবাবে সোশ্যাল মিডিয়ায় দুই তারকা এসে অনুরাগীদের জানালেন, তাঁরা প্রেম করছেন না। দু'জন খুব ভালো বন্ধু। একটা ছেলে এবং একটা মেয়ে ভালো বন্ধুও হতে পারে, তার জন্য প্রেমের সম্পর্কের প্রয়োজন হয় না।
