আজকাল ওয়েবডেস্ক : মৃত্যু হয়তো এমনও হয়। মহারাষ্ট্রের থানেতে ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ভিডিওতে দেখা গিয়েছে তিনি বলটি সপাটে ছয় মারেন। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। এই ভিডিয়োটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। সেখানে দেখা গিয়েছে গোলাপী জার্সি পরা এক ব্যক্তি বোলারকে সপাটে এগিয়ে এসে ছয় মারেন। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সকলে ছুটে যায় তাঁর কাছে। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
