নিজস্ব সংবাদদাতা: শুক্রবার শাশুড়ি মাকে হারিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীর স্বামী প্রবাল কুমার বসু সোশ্যাল মিডিয়ায় প্রয়াত মায়ের একটি ছবি দিয়ে আবেগঘন পোস্ট লেখেন। ঠাকুরমার সঙ্গে ছবিতে রয়েছে নাতি, অর্থাৎ প্রবাল-রচনার ছেলে। এমন দিনে কি স্বামীর পাশে থাকলেন রচনা বন্দ্যোপাধ্যায়?

বহুদিন ধরেই অসুস্থ ছিলেন রচনার শাশুড়ি মা। মাকে হারিয়ে প্রবাল তাঁর পোস্টে লিখেছেন, 'মা এই নামে আর আমার ফোন আসবেনা। তোমার যোগ্য সন্তান হতে পারিনি কখনও, কারণ তোমার রিপ্লেসমেন্ট মেলা ভার। পরের জন্মে যেন আমি তোমার সন্তান হয়েই জন্মাতে পারি। তাহলে আরো ভালো সন্তান হওয়ার চেষ্টা করব। সারা জীবন তোমায় মিস করব।'
প্রবাল ও রচনা আলাদা থাকলেও তাঁদের ডিভোর্স হয়নি। সন্তানের জন্যই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন দু'জনে। মাঝেমধ্যে ছেলের সঙ্গে দু'জনকে একসাথে দেখা যায়। শোনা যাচ্ছে, এই কঠিন সময়ে প্রবালের পাশে ছিলেন রচনা। সম্ভবত নিয়ম মেনে কিছু কাজও করবেন।

সম্পর্ক যেদিকেই গড়িয়ে থাক, এর আগেও নানা সময়ে একে অন্যের পাশে ছিলেন রচনা-প্রবাল। স্বামীর ব্র‍্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আবার রচনার প্রচারের সময়ে পাশে থেকেছেন প্রবাল। অভিনেত্রীর বাবার মৃত্যুর পরেও পাশে দেখা গিয়েছে তাঁকে। এক ছাদের তলায় না থাকলেও সম্পর্কে তিক্ততা না এনে একটা সুন্দর বোঝাপড়ার মধ্যে রয়েছেন এই দম্পতি। ছেলের শৈশব কে নষ্ট না করে দুজনের যে সিদ্ধান্ত সত্যিই প্রশংসার দাবি রাখে।