আজকাল ওয়েবডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে আবারও তলব করেছে ইডি। বুধবারেই তৃণমূলের তরফে জানানো হয়েছিল, আজ তিনি হাজিরা দেবেন। যার জন্য সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে সিজিও কমপ্লেক্সের বাইরে। আগে দুইবার এড়িয়ে গেলেও, পুজো মিটতেই এবার হাজিরা দিলেন। বৃহস্পতিবার সকাল ১১টার কিছুক্ষণ পরেই সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক।

প্রসঙ্গত, অক্টোবরেই নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার অভিষেকের স্ত্রী রুজিরা ব্যানার্জিকে তলব করেছিল ইডি। নির্দেশ মেনে সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিয়েছিলেন তিনি। এই মামলার তদন্তে গত ৬ মাসে ৬ বার অভিষেককে তলব করেছে ইডি। যার মধ্যে একাধিকবার তিনি হাজিরা এড়িয়ে গেছেন। এ নিয়েই মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেন, "যেনতেন প্রকারে টার্গেট করা হয়েছে। অভিষেক বিজেপির গলার কাঁটা।"