নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বড় পর্দায় মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ছবি 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'। বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি ছবিটি। তাই এবার ওটিটি-তে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটি দুই সাহসী সৈনিকের জীবন ঘিরে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করতে সদা প্রস্তুত। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে সোনাক্ষী সিনহাকে। ছবিতে খলনায়কের ভূমিকায় ছিলেন পৃথ্বীরাজ সুকুমারন।
ছবিটি দেশব্যাপী ২০১ কোটি টাকা আয় করেছে। কিন্তু তারপরেও ফ্লপের তকমা লেগেছে ছবির গায়ে। একের পর এক ফ্লপ ছবির জন্য টাইগার শ্রফের সঙ্গে বড় বাজেটের ছবিতে কাজ করতে ভয় পাচ্ছেন তাই অনেক প্রযোজক। কিন্তু এর মাঝেই পরিচালক তথা প্রযোজক করণ জোহর তাঁর আসন্ন ছবিতে টাইগারের সঙ্গে কাজের কথা প্রকাশ করেছিলেন। মুম্বই সংবাদ সংস্থা সূত্রে খবর, করণের আসন্ন ছবিটিতে ভরপুর অ্যাকশন থাকতে চলেছে। তারই মুখ্য চরিত্রে টাইগারকে ভাবছেন তিনি।
প্রসঙ্গত, এবার 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' ওটিটিতে আসছে। পরিচালক আলী আব্বাস জাফর পরিচালিত ছবিটি দর্শকদের মনে জায়গা করে নিতে পারেনি। এবার ওটিটি মুক্তির পর দর্শকরা কতটা ভালবাসা দেন এই ছবিকে এখন সেটাই দেখার। আগামী ৬ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'।
