নিজস্ব সংবাদদাতা: আবারও টিআরপি-তে রদবদল। সবাইকে পিছনে ফেলে আবারও জয় হল 'পর্ণা'র। চলতি সপ্তাহের টিআরপি টপার জি বাংলার 'নিম ফুলের মধু' ধারাবাহিক। পর্ণার স্মৃতি হারিয়ে যাওয়ার গল্প যে দর্শকদের মনে ধরেছে তার প্রমাণ টিআরপি তালিকা। বর্তমানে সে নিজেকে কলেজের প্রথম বর্ষের ছাত্রী ভাবছে। এদিকে নতুন করে বউয়ের মন পেতে ব্যস্ত সৃজন। ৭.৩ পেয়ে এই সপ্তাহে বাংলা সেরা হল 'নিম ফুলের মধু'।

৬.৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে 'ফুলকি'। বরাবরই এই ধারাবাহিকের নায়ক-নায়িকা জুটিকে দর্শক পছন্দ করেছিলেন। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার দু'টি ধারাবাহিক। 'গীতা এলএলবি' আর 'কথা'। এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৬। অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিক। গল্পের নানা মোড় বেশ পছন্দ করেছেন দর্শক।
মান পড়ে গেছে একসময়ের বাংলা সেরা ধারাবাহিক জি বাংলার 'জগদ্ধাত্রী'। ৬.১ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে এই ধারাবাহিক। ষষ্ঠ স্থানে ৫.৫ নম্বর পেয়ে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'। সপ্তমে রয়েছে 'বঁধুয়া'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৪। অপরাজিতা আঢ্য'র 'জল থই থই ভালোবাসা' রয়েছে অষ্টম স্থানে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.১। নবমে ৪.৫ নম্বর পেয়ে রয়েছে 'রোশনাই'। দশম স্থানে রয়েছে জি বাংলার দু'টি ধারাবাহিক। ৪.৩ নম্বর পেয়ে যৌথ ভাবে দশম স্থান অধিকার করেছে 'আলোর কোলে' ও 'মিঠিঝোরা'।

জনপ্রিয় রিয়্যালিটি শো'-এর তালিকাতে আবারও প্রথম স্থানে 'দিদি নং ওয়ান'। অন্যদিকে দ্বিতীয় স্থান দখল করেছে গৌরব-ঋদ্ধিমার 'রন্ধনে বন্ধন'।