নিজস্ব সংবাদদাতা: প্রিয় বন্ধু, স্বামী বাবুকে ছাড়া ৩২তম বিবাহ বার্ষিকী। না থেকেও কীভাবে আজও জড়িয়ে রয়েছেন, পাশে রয়েছেন প্রিয় বাবু, জানালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায়। গতবছর মার্চ মাসে স্বামীকে হারান তনুকা। তবে স্বামীর মৃত্যুর মাত্র দু'দিনের মধ্যেই শুটিং ফ্লোরে ফেরেন তিনি। কালার্স বাংলার 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী।

আজকের এই বিশেষ দিনে রয়েছে প্রচুর স্মৃতি, তবে আজ শুটিং না থাকায় বাড়িতেই তিনি । ত
অভিনেত্রী জানালেন, "আমি আজও অনুভব করি ওঁর পাশে থাকাটা। আসলে অনেক দিন ধরেই অসুস্থ ছিল, তারপর কাউকে কিছু না বলে, কিছু বুঝতে না দিয়ে দুপুরবেলা ঘুমের মধ্যে চলে যান। রাজার মত বহাল তবিয়তে কষ্ট না পেয়ে চলে গেছেন। ওঁর এইভাবে চলে যাওয়াতে আমি খুশি, আমার নিজের জন্য হয়তো নয়, কিন্তু সে যে কষ্ট পাননি সেটাতেই আমি খুশি। কারণ ওঁর জন্য অন্যরা কষ্ট পাচ্ছে, এটা দেখলে মানসিকভাবে ভালো থাকতে পারতেননা। আমি যেন খুশি থাকি সেটাই সব সময় চাইতেন, আমি যদি এখন দুঃখ পাই তাহলে বাবু খুব কষ্ট পাবেন। তাই চলে যাওয়ার একদিনের মধ্যেই শুটিং শুরু করি।আমার মেয়ে বিদেশে থাকে, সে সমানে জিজ্ঞাসা করছে কেন আমি কাজে যায়নি। আমি যেন কাজটা করে যাই বাবু এটাই সব সময় চাইতেন, হাসি খুশি থাকি বন্ধু বান্ধবদের নিয়ে মজা করি। তাই সেটাই করি আমি। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, ওঁর সঙ্গে আমার আবার ঠিক দেখা হবেই, পরজন্মে নয় আমি ওর মেয়ে হব নয় ও আমার সন্তান হবে, কোন না কোন রূপে আমাদের দেখা হবেই। তাই আজও ওঁর ছবি পোস্ট করে কেমন আছে জানতে চাইলাম। ওঁর জন্যই আমায় সব সময় ভালো থাকতে হবে।" নিজের মত করে ভালো থাকার চেষ্টা করে চলেছেন তনুকা চট্টোপাধ্যায়। সেই সঙ্গে চলছে জোরকদমে শুটিংও।