নিজস্ব সংবাদদাতা: 'ব্যোমকেশ'-এর 'অজিত' উপন্যাস লিখতেন। নীলোৎপল ঠিক কী লিখছেন? এই প্রশ্নের উত্তর দর্শকরা পাবেন 'অজান্তে'। আসছে পরিচালক মৈনাক পাল-এর দ্বিতীয় ফিচার ফিল্ম 'অজান্তে'। ছবিতে লেখকের চরিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা রাহুল অরুনদয় বন্দ্যোপাধ্যায়। রাহুলের স্ত্রী'র চরিত্রে ছবিতে দেখা যাবে অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্যকে। ছবির প্রথম ভাগের শুটিং উত্তরবঙ্গে হয়েছে। আপাতত শুটিং শেষ করে কলকাতায় ফিরেছেন রাহুল।
আজকাল ডট ইন-এর পক্ষ থেকে তাঁকে যোগাযোগ করা হলে তিনি জানান, "ছবিতে আবারও একজন লেখকের চরিত্রে অভিনয় করছি। চরিত্রটির একসময় রাইটার্স ব্লক আসে, সেইসময় সে নিজেকে আসতে আসতে সমাজের থেকে গুটিয়ে নিতে থাকে। এরপর তার জীবনে এক পরিবর্তন আসে। এই নিয়েই এগোয় গল্প।"
দ্বিতীয় ফিচার ফিল্ম নিয়ে পরিচালক মৈনাক পাল জানান, "ছবিটার মধ্যে সাইকোলজিক্যাল থ্রিল থেকে শুরু করে ছাপোষা গল্পের ছোঁয়া পাবেন দর্শক। রাহুল (রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়) যেভাবে নিজেকে ভেঙেছে এই চরিত্রের জন্য সত্যিই প্রশংসনীয়। আরও একজন ছাড়া এই ছবির ভাবনাই আসত না, তিনি হলেন আমার সহ পরিচালক অনামিক সাহা। আশাকরি, ছবিটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।"
আর পি এস প্রডাকশনের ব্যানারে প্রযোজক রাখি পালের হাত ধরে আসছে এই ছবি। উত্তরবঙ্গে শুটিং সেরে কলকাতায় বাকি শুটিং শেষ করবেন বলে জানিয়েছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে 'অজান্তে' ২০২৫-এ মুক্তি পেতে চলেছে।
