সংবাদসংস্থা মুম্বই: এক সাধারণ পরিবার থেকে উঠে এসে বলিউডে টিকে থাকার লড়াই এবং অবশেষে বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও অভিষেক। একদিকে কিরণ রাও-এর 'লাপাতা লেডিস', অন্যদিকে সঞ্জয় লীলা বনশালির 'হীরামান্ডি'। এই দুই সিনেমা, সিরিজে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী প্রতিভা রানতা।
অন্যদিকে,সঞ্জয় লীলা বনশালি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'হীরামান্ডি' মুক্তির পরে অভিনেতা তাহা শাহ বদুশা এখন অনুরাগীদের কাছে ভারতের জাতীয় ক্রাশ হয়ে উঠেছেন। জানা যাচ্ছে, প্রতিভা রানতাকে মন দিয়েছেন এই নায়ক!
সম্প্রতি মুম্বইয়ের এক রেস্তরাঁয় নৈশভোজে যান তাঁরা। সেখান থেকে বেরোতেই মুম্বই সংবাদ মাধ্যমের চোখে পড়েন তাঁরা। তারপর থেকেই নেট পাড়ায় গুঞ্জন প্রেম করছেন প্রতিভা আর তাহা!
এরমধ্যেই প্রতিভাকে দেখা গেল 'লাপাতা লেডিস'-এর নায়ক অর্থাৎ স্পর্শ শ্রীবাস্তবের সঙ্গে। একসঙ্গে সময় কাটাতে গিয়ে মুম্বই সংবাদ মাধ্যমের চোখে ধরাও পড়লেন। তাই তড়িঘড়ি দু'জনে সবার চোখের আড়াল হলেন। একসঙ্গে সত্যিই সময় কাটাচ্ছেন তাঁরা, নাকি ছবির প্রমোশনেই একসঙ্গে দুজন? তা যদিও খোলসা হয়নি। প্রতিভা কাকে মন দিলেন তাহা না স্পর্শ সেকথা সময়ই বলবে।
