সংবাদসংস্থা, মুম্বই: অ্যাকশন থ্রিলার "সিংহম এগেইন" নিয়ে ফিরছেন করিনা কাপুর খান। বুধবার ছবির নির্মাতারা অভিনেত্রীর প্রথম লুক প্রকাশ্যে এনেছে সোশ্যাল মিডিয়ায়। হাতে বন্দুক, কপালে আঘাতের দাগ, খোলা চুলে গগনচুম্বী তাঁর প্রত্যয়। "সিংহম এগেইন" -এর জন্য এভাবেই ধরা দিলেন করিনা। পরিচালক রোহিত শেট্টি তাঁর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "সিংহমের আসল শক্তি অবনি বাজিরাও সিংহমের সঙ্গে পরিচয় করুন।""
অভিনেত্রীর সঙ্গে আগেও অনেক প্রজেক্টে করেছেন পরিচালক। সেসব কথা মনে করে তিনি জানিয়েছেন, "আমরা প্রথম ২০০৭ সালে একসঙ্গে কাজ করেছি। এখনও পর্যন্ত ৩ টি ব্লকবাস্টার করেছি। "গোলমাল রিটার্নস", " গোলমাল ৩", "সিংহম রিটার্নস" । এবং এখন আমাদের চতুর্থ প্রোজেক্টে কাজ করছি। ১৬ বছরের দীর্ঘ জার্নি আমাদের । কিছুই বদলায়নি, বেবো এখনও একই, সরল, মিষ্টি এবং পরিশ্রমী।"
পরিচালক পোস্টারটি শেয়ার করার পরেই অনুরাগীরা মন্তব্য বিভাগ ভরিয়েছেন প্রশংসায়। কেউ অভিনেত্রীর লুকের জন্য আগুন, ও ভালবাসার ইমোজি দিয়েছেন। একজন অনুরাগী আগাম ভবিষ্যত বাণী করেছেন - "এটি একটি ব্লকবাস্টার হতে চলেছে।"