সংবাদসংস্থা মুম্বই: 'ধড়ক ২' নিয়ে দর্শকদের মনে কৌতূহলের শেষ ছিল না। অবশেষে এল সুখবর। ধর্মা প্রডাকশনের ব্যানারে আসছে এই ছবিটি। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই ঘোষণা করলেন করণ জোহর। 'ধড়ক ২'-এর মোশন পোস্টারে ফুটে উঠল তৃপ্তি দিমরি আর সিদ্ধান্ত চতুর্বেদীর ঝলক। ছবিটি পরিচালনা করছেন শাজিয়া ইকবাল।

'ধড়ক ২'-এর ঘোষণা করে করণ সোশ্যাল মিডিয়ায় লেখেন, "এক রাজা ছিল, এক রাণীও ছিল, তাঁদের ধর্ম ভিন্ন ছিল।"
করণের লেখাতেই বোঝা গেল আবারও দুই ভিন্ন মেরুর মানুষের প্রেম নিয়ে এগোবে 'ধড়ক'-এর সিক্যুয়েল। 'ধড়ক'-এ জাহ্নবী কাপুর এবং ঈশান খট্টরকে দারুণ ভালবাসায় ভরিয়েছিলেন দর্শক। এই ছবির হাত ধরে জাহ্নবীর বলিউডে প্রথম পা রাখা। এতদিন 'অ্যানিমেল'-এ 'ভাবি ২' তৃপ্তি দিমরিকে নতুনভাবে দেখতে চেয়েছিলেন দর্শক। এবার তাঁদের আশা পূরণ হল। একেবারে রোম্যান্টিক ঘরানার ছবি নিয়ে আসছেন অভিনেত্রী। ২২ নভেম্বর ২০২৪-এ বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'ধড়ক ২'। সূত্রের খবর, ইতিমধ্যেই শুটিং শুরুর পরিকল্পনা হয়ে গিয়েছে। তৃপ্তি আর সিদ্ধান্তের জুটিকে দর্শকরা কতটা ভালবাসা দেন এখন সেটাই দেখার।