অবশেষে প্রেম খুঁজে পেলেন পাঞ্জাবি র‌্যাপার বাদশা! তাও আবার পড়শি দেশ, পাকিস্তানে! খবর, দেশের পরমাসুন্দরী নায়িকা হানিয়া আমির নাকি বাদশার ‘ক্রাশ’। সম্প্রতি, তাঁরা নাকি দেখা করেছেন। শুধু দেখা নয়, নিজস্বীও তুলেছেন তাঁরা। সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। নতুন জুটিকে দেখে উত্তেজিত দুই দেশের অনুরাগী। এর আগে সামাজিক মাধ্যমে একে অন্যকে নানা মন্তব্য করেছেন। কখনও হানিয়া বাদশার পোস্টে মজার মন্তব্য করেছেন। কখনও বাদশা। বেশ কয়েকবার ব্যাপারটি ঘটায় গুঞ্জন শুরু। এবার ছবি ছড়াতেই অনুরাগীদের দাবি, রসায়ন নাকি ক্রমশ গাঢ় হচ্ছে। বিষয়টি নাকি আর সামাজিক মাধ্যমে আবদ্ধ নেই। এবার সম্পর্ক বাস্তবে হচ্ছে। যার জেরে এক ফ্রেমে বন্দি তাঁরা।

গুঞ্জনের পাশাপাশি আরও একটি চর্চা চলছে। বাদশা-হানিয়ার ছবিটি নাকি ‘ডিপফেক’-এর নয়া রূপ। অর্থাৎ, পুরোটাই ভুয়ো। দু’জনের আলাদা করে তোলা ছবি একফ্রেমে বসানো হয়েছে। তারপর সামাজিক পাতায় ছড়িয়ে দিয়েছে। বাস্তবে নাকি তাঁরা আদৌ মুখোমুখি হননি। যেহেতু আগেও তাঁরা সামাজিক মাধ্যমে পরস্পরকে অনুসরণ করতেন তাই সহজেই সবাই বিশ্বাস করেছেন। 

যেমন, বাদশার একটি লাইভ সেশনে অনুরাগীরা তাঁকে হানিয়া আমির সম্পর্কে প্রশ্ন করেছিলেন। যার উত্তরে র‌্যাপার জানিয়েছিলেন, নায়িকা যে কোনও মানুষের মন খুব তাড়াতাড়ি ভাল করে দিতে পারেন। তিনি আরও জানান, তাঁর চোখে হানিয়া অনেক উঁচুস্তরের মানুষ। ওঁর হাসিতে, কথায় সারাক্ষণ ইতিবাচকতা ঘিরে থাকে। যা দেখলেই মন ভাল হয়ে যায়। এই ভিডিওটি সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। ভিডিওটি হানিয়া আমিরের দৃষ্টিও আকর্ষণ করেছিল। তিনি নিজের সামাজিক পাতায় সেই ভিডিওটি পোস্ট করেন। প্রশংসায় ভরিয়ে দেন বাদশাকে।