সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


ফের জুটিতে কাজল-প্রভু দেবা

১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল কাজল-প্রভু দেবার 'মিনসারা কানাভু'। হিন্দিতে ছবির নাম 'সপনে'। ২৭ বছর পর আবারও এক ছবিতে কাজল ও প্রভু দেবা। রয়েছে আরও বড় চমক। টলিউড থেকে থাকছেন যিশু সেনগুপ্ত। তেলুগু পরিচালক চরণ তেজ উপ্পালাপতির পরিচালনায় তৈরি হচ্ছে নতুন এই ছবি। যার নাম এখনও ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে, তা হাই-বাজেট অ্যাকশন থ্রিলার হতে চলেছে। কাজল, যিশু, প্রভু দেবা ছাড়াও ছবিতে অভিনয় করছেন নাসিরউদ্দিন শাহ, সংযুক্ত মেনন, আদিত্য শীল-সহ অন্যান্যরা।


হাসপাতালে মুনাওয়ার

হাসপাতালে ভর্তি 'বিগ বস' খ্যাত মুনাওয়ার ফারুকী। শুক্রবার মুনাওয়ারের কাছের এক বন্ধু সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বেডে শুয়ে থাকা মুনাওয়ারের একটি ছবি শেয়ার করেন। সেইসঙ্গে লেখেন, 'ও অসুস্থ, ওর দ্রুত সুস্থতা কামনা করুন সবাই।' ঠিক কী হয়েছে মুনাওয়ারের, তা এখনও জানা যায়নি। অনুরাগীরা উদ্বিগ্ন তাঁর অসুস্থতায়। সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকে।


অন্তরঙ্গতায় অস্বস্তি

সোনাক্ষীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভীষণ অস্বস্তিতে পড়েছিলেন। মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন
'হীরামান্ডি' খ্যাত অভিনেতা জ্যাসন শাহ। অভিনেতা জানান, ওই দৃশ্যের আগে সঞ্জয় লীলা বনশালির এক সহকারী তাঁকে আলাদা ডেকে নিয়ে কথা বলেন। তাতেই নাকি বেজায় অস্বস্তিতে পড়েন জ্যাসন। অভিনেতার দাবি, তাঁকে যেভাবে কথাগুলো বলা হয়েছিল তাতে মনে হচ্ছিল যেন তিনি কোনও খারাপ ব্যবহার করবেন অভিনেত্রীর সঙ্গে। এরপর সোনাক্ষীর সঙ্গে শুট করতে গিয়ে খানিকটা সঙ্কোচ করছিলেন তিনি। পরিচালক এবং অভিনেত্রীর সহযোগিতায় তিনি মনোবল পেয়েছিলেন বলে জানান।


রিচাকে ধমক বনশালির

'হীরামান্ডি'র শুটিংয়ের একটি বিশেষ মুহূর্ত এক সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী রিচা চাড্ডা। তিনি জানান, একটি গানের দৃশ্যে পরিচালক সঞ্জয় লীলা বনশালি কিছুতেই তাঁর নাচ পছন্দ করছিলেন না। ঠিক মনের মত না হওয়ায় পরিচালক বার বার শটটি নিচ্ছিলেন। এতে একসময়ে বিরক্ত হয়ে যান রিচা। বনশালি তখন তাঁকে ধমক দিয়ে বোঝান, এই দৃশ্যটি কতটা গুরুত্বপূর্ণ সিরিজটির জন্য। রাগ না করে সঠিকভাবে অভিনয় করতে বলেন। এর পরের শটেই রিচা বনশালির মন জয় করতে পারেন।