নিজস্ব সংবাদদাতা: আজ জন্মদিন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি শুধুমাত্র সঙ্গীত পরিচালকই নন, অনুরাগীদের প্রিয় গায়কও বটে। টলিউডের গণ্ডী পেরিয়ে তিনি পৌঁছে গিয়েছেন বলিউডেও। বলা ভাল গোটা বিশ্বের দরবারে রাজ করছেন জিৎ গঙ্গোপাধ্যায়।
টলিউডে জিৎ গঙ্গোপাধ্যায়ের আত্মপ্রকাশ হয় 'প্রেমী' ছবির মাধ্যমে। এই ছবির প্রত্যেকটি গানেই সুর দিয়েছেন তিনি। 'মনে রেখো আমার এ গান' গিয়ে তাঁর বাংলা গানে সুর দেওয়ার যাত্রা শুরু।
২০০৪ সাল থেকে বাংলা ছবির জগতে কার্যত রাজত্ব করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সৃষ্টি করা সুরে গলা দিয়েছেন, টলিউড থেকে বলিউডের নানা সঙ্গীতশিল্পী। তাঁর সৃষ্টি করা সুরে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে বাংলা থেকে হিন্দি ছবির প্রায় বিখ্যাত তারকাকে।
জন্মদিন কীভাবে কাটাচ্ছেন তিনি? আজকাল ডট ইন-কে সুরের জাদুকর জানান, স্ত্রী চন্দ্রাণী গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে তিনি পেয়েছেন দারুন উপহার। সারপ্রাইজ উপহার হিসেবে কুর্গে বেড়াতে নিয়ে এসেছেন স্ত্রী, চন্দ্রাণী। দু'দিন কাটিয়ে তারপর মুম্বই ফিরবেন বলে জানা জিৎ। জন্মদিনের স্পেশ্যাল খাওয়া দাওয়ায় থাকছে দক্ষিণী স্বাদ। সাউথ ইন্ডিয়ান খাবার দু'জনেরই বরাবরই পছন্দের। তাই সেই মেন্যুটি থাকছে জন্মদিনে।
এত আয়োজন করার জন্য স্ত্রী'কে কী রিটার্ন গিফট দিলেন জিৎ? উত্তরে স্ত্রী চন্দ্রাণী গঙ্গোপাধ্যায় জানান, সারাদিন পছন্দের গান শোনাবেন বলে কথা দিয়েছেন সঙ্গীত পরিচালক। বিয়ের বহু বছর পাড় করলেও আজও যুগলের প্রেম হার মানাবে সিনেমার গল্পকেও।
