আজকাল ওয়েবডেস্ক: বাড়তি ওজন নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। বডি পজিটিভিটি নিয়ে সচেতন সকলেই। বাড়তি ওজন যদি শারীরিক সমস্যার কারণ না হয় বা আপনার যদি কখনও মনে না হয় যে ওজন কমানো জরুরি, তাহলে তো কোন কথাই নেই। আপনি যদি ফিটনেস সচেতন হয়ে থাকেন এবং পেটের বাড়তি মেয়ে যদি আপনার চিন্তার কারণ হয় তবে হাত ধরতে পারেন আয়ুর্বেদের। থেরাপিস্টদের মতে এইসব ভেষজ পেটের বাড়তি মেদ কমাতে ম্যাজিক করতে পারে।
বয়রা, হরিতকি ও আমলকি এই তিনটি ফল শুকিয়ে গুড়ো করে এক চামচ খালি পেটে খেলে শরীর ডিটক্স হয়। যা ওজন কমানোর জন্য জরুরী।
বাড়তি মেদ কমানোর জন্য এবং মেটাবলিজম নিয়ন্ত্রণ রাখতে আরও একটি গুরুত্বপূর্ণ ভেষজ হল গুগ্গল। এই ফল জলে ভিজিয়ে ডিটক্স ওয়াটার তৈরি করে নিয়ে সপ্তাহে দুদিন খেতে হবে।
আমরা সকলেই জানি হজমের জন্য কার্যকরী আদা। এটি ওজন কমানোর পাশাপাশি প্রদাহ কমায়, মেটাবলিজম নিয়ন্ত্রণে রাখে।
হলুদের আছে কারকিউমিন। যা ফ্যাট কম করে। ইনফ্লেমেশন কমায় । ইনসুলিন ক্ষরণ পর্যাপ্ত রাখে।
এছাড়াও একটি গুরুত্বপূর্ণ উপাদান হল মেথি। মেথি ভেজানো জল ওজন কমাতে সাহায্য করে। সপ্তাহে তিন দিন খেলে ভাল।
ওজন কমানোর ক্ষেত্রে কার্যকরী হতে পারে, দারচিনি। এই ভেষজ গুড়ো করে উষ্ণ গরম জলে খেতে হবে সপ্তাহে তিন দিন। সঙ্গে নিয়মিত শরীর চর্চা। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতেও কার্যকরী দারচিনি।
এছাড়া শরীর ডিটক্স করতে এবং ওজন কমাতে ম্যাজিকের মত কাজ করে অ্যালোভেরা।
বয়রা, হরিতকি ও আমলকি এই তিনটি ফল শুকিয়ে গুড়ো করে এক চামচ খালি পেটে খেলে শরীর ডিটক্স হয়। যা ওজন কমানোর জন্য জরুরী।
বাড়তি মেদ কমানোর জন্য এবং মেটাবলিজম নিয়ন্ত্রণ রাখতে আরও একটি গুরুত্বপূর্ণ ভেষজ হল গুগ্গল। এই ফল জলে ভিজিয়ে ডিটক্স ওয়াটার তৈরি করে নিয়ে সপ্তাহে দুদিন খেতে হবে।
আমরা সকলেই জানি হজমের জন্য কার্যকরী আদা। এটি ওজন কমানোর পাশাপাশি প্রদাহ কমায়, মেটাবলিজম নিয়ন্ত্রণে রাখে।
হলুদের আছে কারকিউমিন। যা ফ্যাট কম করে। ইনফ্লেমেশন কমায় । ইনসুলিন ক্ষরণ পর্যাপ্ত রাখে।
এছাড়াও একটি গুরুত্বপূর্ণ উপাদান হল মেথি। মেথি ভেজানো জল ওজন কমাতে সাহায্য করে। সপ্তাহে তিন দিন খেলে ভাল।
ওজন কমানোর ক্ষেত্রে কার্যকরী হতে পারে, দারচিনি। এই ভেষজ গুড়ো করে উষ্ণ গরম জলে খেতে হবে সপ্তাহে তিন দিন। সঙ্গে নিয়মিত শরীর চর্চা। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতেও কার্যকরী দারচিনি।
এছাড়া শরীর ডিটক্স করতে এবং ওজন কমাতে ম্যাজিকের মত কাজ করে অ্যালোভেরা।
