সংবাদসংস্থা মুম্বই: কমেডি ঘরানার ছবির ফ্র্যাঞ্চাইজির মধ্যে 'ওয়েলকাম'-এর নাম থাকবেই। আসতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করছেন রবিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, জনি লিভার সহ অন্যান্যরা।

মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, সঞ্জয় দত্ত আর এই ছবিতে কাজ করছেন না। অভিনেতা জানিয়েছেন, ছবির শুটিং ডেট নিয়ে সমস্যা ছাড়াও শুটিং লোকেশন থেকে স্ক্রিপ্ট যেভাবে এগোচ্ছিল তা পছন্দ হয়নি অভিনেতার। তাই এই ছবি থেকে সরে এলেন তিনি।
জানা গেছে, ছবির প্রথম সিক্যুয়েলের শুট সেরে ফেলেছিলেন অভিনেতা। এখন এই অংশটুকু ছবি থেকে বাদ দেওয়া হবে নাকি ছবিতে সঞ্জয় দত্তকে অতিথি শিল্পী হিসেবে দেখানো হবে তা এখনও ঠিক করে উঠতে পারেননি নির্মাতারা।

এর আগে ছবির শুটিংয়ের শুরুতেই বিপাকে পড়েছিলেন এই ছবির নির্মাতারা। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, বকেয়া পারিশ্রমিক না পাওয়ার কারণে ছবির শুটিংয়ের সঙ্গে যুক্ত কলাকুশলীরা শুটিংয়ের বন্ধের ডাক দিয়েছিলেন। অবশ্য সেই সময় এই বিষয়ে মুখ খোলেননি ছবির পরিচালক আহমেদ খান ও প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। সমস্যা মিটিয়ে আবার শুটিং শুরু হতেই সঞ্জয় দত্তের চরিত্র নিয়ে আবার বিপাকে নির্মাতারা।