আজকাল ওয়েবডেস্ক : লোকসভা নির্বাচনের আগে বিহারবাসীদের জন্য সুখবর। এবার থেকে এসসি,এসটি এবং অন্য পিছিয়ে পড়াদের জন্য বাড়ল কোটার পরিমান। একধাক্কায় ৫০ শতাংশ থেকে কোটা বেড়ে হল ৬৫ শতাংশ। অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছে তাদের কথা বিশেষভাবে চিন্তাভাবনা করবে বিহার সরকার। এমনটাই প্রস্তাব রাখলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি বলেন, বিহারে কোটা চালু ছিল বহুদিন আগে থেকেই। তবে এবার তাকে বাড়ানো হল। এরফলে সমাজে পিছিয়ে পড়া মানুষরা অনেক বেশি কাজ পাবে। বিহারের প্রতিটি ক্ষেত্রেই যদি তারা সুযোগ পায় তবে তারাও নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। যদিও নীতিশ কুমারের এই ঘোষণাকে কটাক্ষ করেছে বিজেপি শিবির। তারা জানিয়েছে, লোকসভা নির্বাচনের আগে এই ধরনের ঘোষণা করছে বিহার সরকার। কিন্তু এই ঘোষণা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। নীতিশ কুমার একজন দক্ষ রাজনীতিবিদ। তিনি ভালো করেই জানেন, লোকসভা নির্বাচনের আগে বিহারবাসীর মন জয় করতে হলে তাকে কিছু গিমিক করে দেখাতেই হবে। তাই এই ধরনের ঘোষণা করছেন তিনি। নীতিশের পাশে থেকেছেন লালুপুত্র তেজস্বী যাদবও। তিনিও বলেছেন, বিজেপি নিজেরা যদি কোনও কাজ করে তবে সেটা ভালো। আর বিরোধীরা কোনও কাজ করলেই সেটা খারাপ।
