আজকাল ওয়েবডেস্ক:‌ গাজার দক্ষিণের শহর রাফায় স্থলপথে আক্রমণ বন্ধ করতে চিঠির মাধ্যমে ইজরায়েলকে সতর্ক করল ১৩ দেশ।
এছাড়া অবরুদ্ধ প্যালেস্তাইনি ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দিতেও ইজরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে সেই চিঠিতে। আমেরিকা ছাড়া জি–৭ অন্তর্ভুক্ত বাকি দেশের বিদেশ মন্ত্রীরা চার পৃষ্ঠার চিঠিতে স্বাক্ষর করে ইজরায়েল মন্ত্রিসভায় পাঠিয়েছেন। ইজরায়েলের বিদেশমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে ১৩ দেশের বিদেশ মন্ত্রীরা রাফাতে বড় ধরনের সামরিক আক্রমণের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। এদিকে, দীর্ঘমেয়াদি লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে হামাস। প্রসঙ্গত, গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির লক্ষ্যে মিশর, কাতার ও আমেরিকার মধ্যস্থতায় প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইজরায়েলের একটি যুদ্ধবিরতির আলোচনা হয় চলতি মাসের শুরুতে। তবে শর্ত পছন্দ না হওয়ায় ইজরায়েল যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে আসে। এরপর হামাস জানায়, যুদ্ধবিরতি নিয়ে ইজরায়েলকে আর ছাড় দেবে না তারা। শুক্রবার এক ভিডিওবার্তায় ইজরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র আবু ওবায়দা। 
ভিডিওবার্তায় আবু ওবায়দা বলেন, ‘‌আগ্রাসন যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, প্যালেস্তাইনিরা রাফা এবং গাজার অন্যান্য স্থানে আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। শত্রুর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত।’‌ 
হামাস জানিয়েছে, তারা ১০০টিরও বেশি ইজরায়েলি সাঁজোয়া যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি টানেল উড়িয়ে, রকেট ও মর্টার হামলা চালিয়ে ইজরায়েলি সেনাদের হত্যা করেছে।