সংবাদসংস্থা মুম্বই: বলিউডে ছক ভাঙা চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন যাঁরা, তাঁদের মধ্যে একজন নিঃসন্দেহে ভূমি পেডনেকর। প্রথম ছবির জন্যেই ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। পরে কয়েক মাসের মধ্যে বাড়তি ওজন কমিয়ে তন্বী হয়ে ফিরেছিলেন বড়পর্দায়। একাধিক ব্লকব্লাস্টার ছবির মুখ তিনি। তাঁর দাপুটে অভিনয়ও প্রশংসিত বলিপাড়ায়। সম্প্রতি মুম্বই সংবাদসংস্থার কাছে দেওয়া একান্ত একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বলিউডে শুরুর দিকে আত্মবিশ্বাস ছিল না তাঁর।  লড়াই করেছিলেন তিনি। 
অভিনেত্রীর কথায়, "যখন আমি বড় হচ্ছিলাম, আমি আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করেছিলাম। বিশেষ করে সৌন্দর্যের নিরিখে। কিন্তু সময়ের সঙ্গে আমি নিজেকে আবিষ্কার করতে থাকলাম। ফ্যাশনের দিকে ঝুঁকলাম। আমি যত বড় হয়েছি, সৌন্দর্য এবং ফ্যাশনের সঙ্গে আমার সম্পর্ক এবং বোঝাপড়ার বিকাশ ঘটেছে।" 
ফ্যাশন আসলে ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। আবেগের ক্যানভাস যেখানে মনের অবস্থা প্রকাশ করা যায়- তেমনটাই মনে করেন অভিনেত্রী। সেই জন্যেই এক্সপেরিমেন্টাল লুক পছন্দ তাঁর। অভিনেত্রীর কথায়, ''আমি শুধু ফ্যাশন নিয়ে মজা করতে চাই, এবং আমি মনে করি আমি আমার সমস্ত হৃদয় দিয়ে এটি করছি, যার কারণে সকলে প্রশংসা করছেন।''
অভিনেত্রী যোগ করেছেন, "মানুষ সহজেই জাজমেন্টাল। এটাই প্রবণতা। এটি আমার সঙ্গেও ঘটেছে। আমি যখন একটি ছোট শহরের মেয়ের চরিত্রে অভিনয় করেছি, মানুষ আমাকে মনে করেছেন পাশের বাড়ির মেয়ে।" সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে অভিনেত্রীর জীবনে। বদলেছে মানুষের ধারণাও। আর অভিনেত্রীর কাছে ফ্যাশন হল সেই উপলব্ধি যা বলে দিয়েছে, সে আসলে কে। এবং সে কীভাবে দেখতে চায়।