আজকাল ওয়েবডেস্ক: আধুনিক প্রেমে, যুগলের দেখা মানেই শহরের উঁচু রেস্তোরাঁর কোনও ছাদ বা শপিং মল কিংবা ডিস্কোতে। এতেই বাড়ছে খরচ, পড়ছে পকেটমানিতে টান। খরচ কমাতে কী করবেন? রইল কিছু পকেট-ফ্রেন্ডলি টিপস।
১. পার্কে একটি রোমান্টিক পিকনিক: সুস্বাদু খাবার পানীয়, পছন্দের বই , চাইলে প্রিয় পোষ্যকে নিয়ে বেরিয়ে পড়তে পারেন কাছাকাছি কোনও পার্কে। প্রকৃতির সৌন্দর্য মন ভাল করবে। দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে দূরে একটি নির্মল পরিবেশে একে অপরের সঙ্গ উপভোগ করতে পারেন। এতে খরচ খুব একটা বেশি হবে না।
২. রাতের আকাশের নীচে স্টারগেজিং: শহরের কোলাহল থেকে থেকে দূরে একটি নির্জন স্থান খুঁজুন। দুজনে বেরিয়ে পড়ুন স্টেকেশনে। রাতের আকাশের নীচে দাঁড়িয়ে একে অপরের মনের কথা জানুন। শান্ত পরিবেশ আপনাদের মনের গভীরতাকে ছুঁতে পারবে অনায়াসেই.
৩. বাড়িতে একসঙ্গে একে অপরের প্রিয় ডিশ রান্না করে পারেন। এই টিমওয়ার্ক আপনাদের উৎসাহিত করবে নিঃসন্দেহে।
৪. সমুদ্র সৈকত বা রিভারফ্রন্টে সময় কাটান। হাতে হাত রেখে সূর্যাস্ত উপভোগ করুন। সমুদ্র সৈকত বা নদীর ধারে হাঁটুন। মন ভাল থাকবে। প্রকৃতির সৌন্দর্য দেবে মুহূর্তের প্রশান্তি।
৫. একে অপরের পছন্দ মিলে গেলে যাদুঘর বা আর্ট গ্যালারি ঘুরে আসতে পারেন। দুজনের শিল্পী ভাবনাকে আস্কারা দিন। প্রদর্শনীতে হাতে হাত মিলিয়ে ঘুরে বেড়ান, আপনার পছন্দের জিনিস নিয়ে আলোচনা করুন এবং আপনার ব্যাখ্যা শেয়ার করুন। এতে আপনাদের সংযোগ আরও গভীর হতে পারে।
১. পার্কে একটি রোমান্টিক পিকনিক: সুস্বাদু খাবার পানীয়, পছন্দের বই , চাইলে প্রিয় পোষ্যকে নিয়ে বেরিয়ে পড়তে পারেন কাছাকাছি কোনও পার্কে। প্রকৃতির সৌন্দর্য মন ভাল করবে। দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে দূরে একটি নির্মল পরিবেশে একে অপরের সঙ্গ উপভোগ করতে পারেন। এতে খরচ খুব একটা বেশি হবে না।
২. রাতের আকাশের নীচে স্টারগেজিং: শহরের কোলাহল থেকে থেকে দূরে একটি নির্জন স্থান খুঁজুন। দুজনে বেরিয়ে পড়ুন স্টেকেশনে। রাতের আকাশের নীচে দাঁড়িয়ে একে অপরের মনের কথা জানুন। শান্ত পরিবেশ আপনাদের মনের গভীরতাকে ছুঁতে পারবে অনায়াসেই.
৩. বাড়িতে একসঙ্গে একে অপরের প্রিয় ডিশ রান্না করে পারেন। এই টিমওয়ার্ক আপনাদের উৎসাহিত করবে নিঃসন্দেহে।
৪. সমুদ্র সৈকত বা রিভারফ্রন্টে সময় কাটান। হাতে হাত রেখে সূর্যাস্ত উপভোগ করুন। সমুদ্র সৈকত বা নদীর ধারে হাঁটুন। মন ভাল থাকবে। প্রকৃতির সৌন্দর্য দেবে মুহূর্তের প্রশান্তি।
৫. একে অপরের পছন্দ মিলে গেলে যাদুঘর বা আর্ট গ্যালারি ঘুরে আসতে পারেন। দুজনের শিল্পী ভাবনাকে আস্কারা দিন। প্রদর্শনীতে হাতে হাত মিলিয়ে ঘুরে বেড়ান, আপনার পছন্দের জিনিস নিয়ে আলোচনা করুন এবং আপনার ব্যাখ্যা শেয়ার করুন। এতে আপনাদের সংযোগ আরও গভীর হতে পারে।
