সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ মে ২০২৪ ১৭ : ০৯
দোকানের সামনে গাড়ি রেখেছিলেন। এই অপরাধে অভিনেত্রী অনুমিতা দত্তকে হেনস্থা। তাঁর মাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে পেটানোর অভিযোগ। তারপরেও প্রশাসন কোনও হেলদোল দেখায়নি। উল্টে, অনুমিতা এবং তাঁর পরিবারকে সিসিটিভি ফুটেজ-সহ তথ্যপ্রমাণের নির্দেশ দেওয়া হয়েছিল। নিরুপায় অনুমিতা বিচার চেয়ে এরপরে রাজ্যের উচ্চ আদালতের দ্বারস্থ হন। অভিনেত্রীর হয়ে মামলা লড়ছেন বিশিষ্ট আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। এই খবর আজকাল ডট ইন প্রথম প্রকাশ করেছিল। সোমবার অনুমিতা আজকাল ডট ইনকে জানিয়েছেন, আদালতের নির্দেশ, ঘটনার পূর্ণ তদন্ত হবে। এবং পুরোটাই হবে হাওড়া কমিশনারেটের অধীনে।
সোমবার হাইকোর্টে হিয়ারিং ছিল। অনুমিতার কথায়, ‘‘বিচারপতি জয় সেনগুপ্তের অধীনে মামলার হিয়ারিং হয়েছে। এর আগে আমাদের কাছে তথ্যপ্রমাণ, সাক্ষী, সিসিটিভি ফুটেজ, মেডিকেল রিপোর্ট চাওয়া হয়েছিল। মেডিকেল রিপোর্ট ইতিমধ্যেই জমা দিয়েছি। বিচারপতি সব শোনার পরে নির্দেশ দিয়েছেন, এবার তদন্ত হবে হাওড়া কমিশনারেটের অধীনে। পাশাপাশি, পুলিশকে ভর্ৎসনাও করেন তিনি। জানতে চান, কেন আমাদের থেকে সব কিছু জানতে চাওয়া হয়েছে। এই দায়িত্ব প্রশাসনের। আক্রান্তের নয়।’’ অনুমিতার দাবি, আপাতত পরিস্থিতি তাঁদের পক্ষে। মামলায় জয় হবে কিনা সেটা সময় বলবে।
সান বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘সাথী’। ধারাবাহিকের নায়িকা অনুমিতা দত্ত এর আগে জি বাংলায় ‘পাণ্ডব গোয়েন্দা’য় অভিনয় করেছিলেন। অর্থাৎ, ছোটপর্দা এবং দর্শকমহলে পরিচিত মুখ। সেই তিনি সপরিবার আক্রান্ত হয়েছিলেন তুচ্ছ কারণে। আজকাল ডট ইনকে অনুমিতা জানিয়েছিলেন, হাওড়ায় দিদির শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। তার আগে সেখানকার একটি খাবারের দোকানে ঢোকেন। গাড়ি পাশের দোকানের গা ঘেঁষে দাঁড় করান। তাই নিয়ে বচসা। শেষে কথা থামিয়ে হাতাহাতি শুরু। তখনই নায়িকার মাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে পেটানোর হুমকি দেওয়া হয়। অনুমিতার হাতেও আঘাত করে দোকানের লোকজন। যার থেকে কালসিটে পড়ে গিয়েছিল!
এত ঝঞ্ঝাটের মধ্যেও অনুমিতা ঘটনার টুকরো মুহূর্ত ক্যামেরায় ভিডিও আকারে বন্দি করেছিলেন। সেটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাঁর হাতের উপরে জোরে আঘাত করা হয়। এতে ফোনটা মাটিতে পড়ে যায়। তাঁর হাতের আংটি খুলে পড়ে হারিয়ে যায়। নায়িকার মায়ের গলার হারও একই ভাবে হারিয়ে গিয়েছে। নায়িকা এরপর হাওড়া থানায় জেনারেল ডায়েরি করেন। অনুমিতা একটি ছবিতে এসিপি লালবাজার কন্ট্রোল রাঙ্ক অলোক সান্যালের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। অনুমিতার কথায়, ‘‘অলোকদাকে জানাতেই তিনি প্রশাসনের উপরমহলকে জানিয় হাওড়া কমিশনারেটের অধীনে।
নানান খবর

নানান খবর

Exclusive: ‘অহল্যা দেখে খুশি হতেন, আলাদিন দেখে রেগে যেতেন!’ সত্যজিৎ রায়-কে নিয়ে একান্ত আড্ডায় সুজয় ঘোষ

‘ওদের শিল্পীদের মাথায় তুলে রাখি, আর ওরা?’ পাকিস্তানের ‘ভালবাসা’ নিয়ে তোপ জাভেদ আখতারের

হৃতিকের সঙ্গে রসায়নই হয়েছিল কাল! 'ধুম ২'-এর পর আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল শুটিং ফ্লোরে?

‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!

‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!