আজকাল ওয়েবডেস্ক : বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ বানচাল করেছে। সীমান্ত চৌকি রাংঘাট এলাকায় এই ঘটনা ঘটে। ১১ ও ১২ মে রাতে সীমান্ত চৌকি রাংঘাট এলাকায় বাংলাদেশ থেকে ভারতে দুবার বিপুল সংখ্যক অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হয়। বিএসএফ আগে থেকেই অনুপ্রবেশের খবর পেয়েছিলেন। সীমান্তে মোতায়েন সেনাদের বিশেষ সতর্ক করা হয়েছিল। এরপর কোদালিয়া নদীতে বাংলাদেশ থেকে ১৮ থেকে ২০ জনের একটি দল ভারতের দিকে আসতে দেখা যায়। বিএসএফ জওয়ানরা তাঁদের পিছন ফিরে যেতে বললেও অনুপ্রবেশকারীরা তা অগ্রাহ্য করে। অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ জওয়ানরা একটি স্টান গ্রেনেড নিক্ষেপ করলেও অনুপ্রবেশকারীরা থামেনি, এরপর শূণ্যে গুলি চালায় বিএসএফ। গোলাগুলির শব্দ শোনা মাত্রই অনুপ্রবেশকারীরা বাংলাদেশের দিকে ছুটে পালিয়ে যায়। বিএসএফ, দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা, ডিআইজি অমরীশ কুমার আর্য বলেন, নির্বাচনের আগে অনুপ্রবেশের একটি বড় চেষ্টাকে বিএসএফ জওয়ানরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে বানচাল করেছে।