জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ হিট। সেখানেই হিট দাদা-বোনের জুটি।

রণজয় বিষ্ণু আর মিশমি দাস! যাঁরা নিয়মিত ধারাবাহিকটি দেখেন এতক্ষণে বুঝে গিয়েছেন কী আভাস দেওয়া হচ্ছে। ছোটপর্দার এই ভাই-বোনের জুটিই নাকি ‘টক অফ দ্য টাউন’। সেটে এমনও গুঞ্জন, দাদার সঙ্গে বোনের নাকি খুব ভাল সেট হয়ে গিয়েছে! সে কথা ফাঁস জি বাংলার আরও একটি জনপ্রিয় রিয়্যালিটি শো "দিদি নম্বর ১"-তে। প্রকাশ্যে এনেছেন রচনা। তিনি এখবর অনুষ্ঠানে জানিয়ে সত্যতা জানতে সরাসরি মিশমিকেই প্রশ্ন ছুঁড়েছেন। উত্তরে কী বলছেন ‘দাদার বোন’?

শুনেই হেসে ফেলেছেন অভিনেত্রী। হাসতে হাসতে দাবি করেছেন, দাদা মানে রণজয় তাঁর দাদা-ই। এর থেকে বেশি কিচ্ছু না। রচনা এত সহজে ভোলার পাত্রী? মিশমি আরও জানিয়েছেন, সেটেও চাউর হয়ে গিয়েছে মিশমির ‘দাদাভাই’। সেদিনের শো-তে আরও এক ঝাঁক টেলি তারকা। উপস্থিত ঋ সেন। তিনি ইন্ধন জোগান, এভাবেই কিন্তু সম্পর্কগুলো হয়। আগে দাদা তারপর... জানিয়ে হেসে ফেলেন তিনিও। ততক্ষণে শো-এ উপস্থিত দর্শক এবং বাকি আমন্ত্রিতরাও হাসতে শুরু করেছেন। এমন পরিবেশে মিশমির জোর করে বোঝানোর চেষ্টা, ‘‘এ বাবা! এসব বোলো না। এরপর তো রণদার সঙ্গে আর কথাই বলতে পারব না! আমাদের প্রচুর একসঙ্গে দৃশ্য থাকে।’’ 

তখনই রচনার টিপ্পনি, রাখি পরাতে পরাতে সিঁদুর পরিয়ে দেবে...! ব্যস, সবাই হইহই করে উঠেছেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)