সোমবার ২০ অক্টোবর ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: ছবিতে যা বলা গেল না সব লিখব আত্মজীবনীতে: সূর্যশেখর গঙ্গোপাধ্যায়

শ্যামশ্রী সাহা | ০৮ মে ২০২৪ ০০ : ৩৪
জীবনে যা ঘটেছে সবটাই কি ‘দাবাড়ু’তে ধরা? সূর্যশেখর আর পর্দার ‘সৌরশেখর’র মধ্যে কতটা মিল, অমিলই বা কতটা? কেন গ্র্যান্ডমাস্টারের দাবি, অনেক কিছু জানানো বাকি। তার জন্য তিনি কলম ধরবেন? বাস্তবের ‘দাবাড়ু’র থেকে জেনে নিলেন শ্যামশ্রী সাহা

প্রশ্ন: আপনার জীবনের গল্প বড়পর্দায়। অনেক অজানা কথা প্রকাশ্যে। যখন প্রস্তাব পান কী মনে হয়েছিল?
সূর্যশেখর: অনেকেই বলেছিলেন আত্মজীবনী লিখতে। আমার মনে হয়েছিল, আমি লিখলে কে পড়বে? কেউ পড়বে না। হঠাৎ একদিন শিবুদার (শিবপ্রসাদ মুখোপাধ্যায়) ফোন পেলাম। বললেন, তোমার জীবন নিয়ে একটা ছবি করতে চাই। এটা ২ জানুয়ারি ২০২১ এর কথা। পরের দিন আমার মেয়ে আর্যার জন্ম। তাই তারিখটা মনে আছে। পরপর দুটো সুখবর। আমার জীবনের গল্প শিবুদা শুনলেন। উনি চেয়েছিলেন, আমার জীবন নিয়ে এমন একটা ছবি হোক যেটা একেবারে আত্মজীবনী নয়। অনুপ্রেরণায় তৈরি। যেখানে আমার ছোটবেলা থাকবে। আর পারিবারিক দিকটা ধরা হবে। আমার পরিবারের জার্নি। এই ভাবনাটাই আমার ভাল লেগেছিল। আমার কেরিয়ারে কী হয়েছে সেটা তো গুগল সার্চ করে সবাই জানতে পারবেন। কিন্তু আমার সাফল্যের পিছনে আমার পরিবারের কতটা অবদান সেটা অনেকেই জানেন না। বিশেষ করে আমার দাদুর কথা। সেদিক থেকে এই ছবি আমার কাছে খুবই আবেগের। তবে ছবি তো, তাই এখানে অনেক ফিকশন। কোনটা রিল আর কোনটা রিয়েল সেটা জাজ করা যাবে না। তবে, আমার স্ট্রাগল বা পরিবারের অবদান সবটাই রিয়েল।

প্রশ্ন: ভাল কোচ, খারাপ কোচ জীবনে অনেকটাই প্রভাব ফেলেছে?
সূর্যশেখর: ওই যে বললাম, এখানে অনেক কিছুই ফিকশন। কিছুটা সত্যি। তবে এই ছবিতে অনেক কিছু দেখানো যায়নি। অনেক ঘটনা আরও কষ্টের, নিষ্ঠুরতা আছে। কোনওদিন যদি আত্মজীবনী লিখি সেখানে সব লিখব। 

প্রশ্ন: যেমন?
সূর্যশেখর: আমার দিদিকে এখানে দেখানো হয়নি। দিদির সাংঘাতিক অবদান আমার জীবনে। আমার যখন ছ’মাস বয়স তখন দিদি সাড়ে চার বছরের। ট্রাম অ্যাক্সিডেন্টে ওর পা গোড়ালি থেকে বাদ যায়। ও একজন নৃত্যশিল্পী। সারাজীবন কৃত্রিম পা নিয়ে নাচ করেছে। সাঁতার, ক্যারাটে করেছে। এখন দিদি গাইনোকলজিস্ট। ওর এই জার্নি এখানে দেখানো যায়নি। তা হলে আমার জার্নি মার খেত। দুটো জার্নি একটা ছবিতে দেখানো সম্ভব ছিল না। 

প্রশ্ন: দাবা আপনার প্যাশন, কখনও এমন হয়েছে, দাবা খেলতে ইচ্ছে করেনি?
সূর্যশেখর: আজ অবধি সেটা কখনও হয়নি। ছোটবেলা থেকেই খেলাধুলো করতে খুব ভাল লাগত। পাড়ায়, গলিতে, মাঠে ক্রিকেট, ফুটবল খেলতাম। খুব দুরন্ত ছিলাম। আমাকে শান্ত করতে দাবা শেখানো হয়। আমারও দাবার প্রতি মারাত্মক আকর্ষণ ছিল। সেটা এখনও আছে। আমার বাড়িতে সত্তর রকমের বোর্ড গেম আছে। কিন্তু দাবা খেললে যে ব্রেন স্টিমুলেশন হয়, সেটা অন্য কোনও খেলাতে পাই না।

প্রশ্ন: ওয়াইল্ড লাইফের প্রতিও আপনার টান আছে...
সূর্যশেখর: হ্যাঁ। ঠিক বলেছেন। সেটা বাঘের খাঁচায় ঢুকে যাওয়া হোক বা অন্য কোনও রকমের অ্যাডভেঞ্চার। এই তো কিছুদিন আগে টরেন্টোতে ঘুরতে গিয়ে স্কাই ডাইভিং করলাম। প্রকৃতির সঙ্গে থাকতে আমার খুব লাগে। জঙ্গলে থাকা বা ট্রেকিংও দারুণ লাগে।

প্রশ্ন: আপনাকে ‘চাইল্ড প্রডিজি’ বলা হয়, কোচিং করাতে গিয়ে আপনি কোনও ‘চাইল্ড প্রডিজি’র খোঁজ পেয়েছেন?
সূর্যশেখর: আমার চোখে প্রত্যেকটা শিশুই ‘চাইল্ড প্রডিজি’। প্রত্যেকে ইউনিক। ওদের থেকে অনেক কিছু শেখা যায়। আমার মেয়ে আর্যার থেকেও আমি অনেক কিছু শিখি। বাবা হিসাবে কোনও কিছুই বাচ্চাদের উপর চাপিয়ে দিতে চাই না। ওরা যেভাবে লাইফ লিড করছে আমি কি পারব? তাহলে আমি কী শেখাব? আমাকেই শিখতে হবে। আমার ছেলের বয়স সাত মাস। ওকে নিয়ে ঘুরতে যাওয়া হয়নি। কিন্তু আর্যাকে নিয়ে ঘুরতে যাই। প্রকৃতির সঙ্গে সময় কাটাতে শেখাই।

প্রশ্ন: গ্র্যান্ডমাস্টার হওয়ার পর জীবন কতটা বদলেছে?
সূর্যশেখর: খুব ছোটবেলা থেকেই চ্যাম্পিয়ন। বয়সে বড়দের হারাচ্ছিলাম। তাই জনপ্রিয়তা ছোটবেলা থেকেই ছিল। এটা আমার কখনওই পছন্দ হত না। প্রচার থেকে আমার দূরে থাকতেই ভাল লাগে। ইন্টারভিউয়ের ক্ষেত্রেও খুব একটা স্বচ্ছন্দ নই। ছোটবেলায় তো ইন্টারভিউ দেওয়ার জন্য ক্রিকেট, ফুটবল খেলার সময় পেতাম না। গ্র্যান্ডমাস্টার হওয়ার পর যে জনপ্রিয়তা পেয়েছি, সেটা নতুন কিছু নয়। যেটা হয়েছিল, খেলা থেকে চাপমুক্ত হয়েছিলাম আর অর্থনৈতিক দিকে একটা পরিবর্তন এসেছিল। আমি যখন গ্র্যান্ডমাস্টার হয়েছি তখন অমাকে নিয়ে বাংলায় দু’জন গ্র্যান্ডমাস্টার আর ভারতে সাত জন। আমার অনেক দিনের ইচ্ছেপূরণ হয়েছিল। চাপ কমে যাওয়ায় আমার পারফরন্যান্সও আরও ভাল হতে শুরু করল। আগে টুর্নামেন্টের সব খরচ আমাকে সামলাতে হত। গ্র্যান্ডমাস্টার হওয়ার পর রেটিং বাড়ল। অ্যাপিয়ারেন্সে টাকা পেতে শুরু করলাম। এই জায়গাটায় একটা পরিবর্তন এসেছিল।   

প্রশ্ন: এমন কোনও হার-জিত যা ভুলতে পারেননি বা ভুলতে চান না?
সূর্যশেখর: হার-জিতকে আলাদা করে দেখতে চাই না। পুরোটাই একটা জার্নি, একটা লেসন। জার্নিটাই মনে রাখতে চাই। এমন অনেক টুর্নামেন্ট আছে যেখানে একেবারে শেষ মুহূর্তে হেরে গিয়েছি। আমার কাছে এই অনিশ্চয়তাটাকে জয় করাই সবথেকে বড় ব্যাপার। খেলার বাইরেও জীবনে টাফেস্ট মোমেন্ট আছে।

প্রশ্ন: সেটা কী?
সূর্যশেখর: এই বছরের জানুয়ারিতে আমার মেয়ে আর্যার অদ্ভুত একটা অসুখ ধরা পড়ে। ও আট দিন আইসিইউতে ছিল। ওকে বাঁচাতে পারব কিনা বা ও আবার আগের মতো হাঁটাচলা করতে পারবে কিনা বুঝতে পারছিলাম না। সাংঘাতিক একটা সময়। এই ফেস থেকে একটা শিক্ষা হয়েছে, লাইফে যা পেয়েছি তার প্রতি যদি কৃতজ্ঞতাবোধ না থাকে তাহলে সমস্যা এলে সেটা ওভারকাম করা যায় না। তখন হতাশা ঘিরে ধরে। সেটা জীবন হোক বা খেলা— দু’দিকেই সত্যি। 

প্রশ্ন: পর্দায় আপনার প্রথম প্রেম দেখলাম, বাস্তবে?
সূর্যশেখর: (হাসি) ওই ক্যারেক্টারটা আমার স্ত্রী নন। আমার তো স্কুল লাইফ বলে সেরকম কিছু ছিল না। প্রচুর ট্র্যাভেল করতে হত ওই সময়। আমার স্ত্রীর সঙ্গে ডেট করেছি গ্র্যান্ডমাস্টার হওয়ার অনেক পরে।

প্রশ্ন: ছবিতে দুই ‘সৌরশেখর’কে দাবা শেখাতে পারলেন?
সূর্যশেখর: দাবা খেলার সময় বুঝতে হয়, নির্দিষ্ট চাল কেন দিচ্ছি। সেটা এখানে করতে হয়নি। চাল দেওয়ার সময় অ্যাকশন শেখাতে হয়েছে। এটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। সমদর্শী, অর্ঘ্যকে চাল শেখাতে হয়নি। চাল দেওয়ার সময় হাতের পজিশন কী থাকবে, ঘড়ি কীভাবে টিপতে হবে— সেগুলো শেখাতে হয়েছে। ওরা খুব তাড়াতাড়ি শিখে নিয়েছে।




প্রশ্ন: আর্যা যখন বাবাকে দাবা খেলতে দেখে কী করে?
সূর্যশেখর: ও এটুকু বুঝতে পারে, বাবা কিছু একটা খেলে। কিছুদিন আগে আমার দেড় মাসের একটা ট্রিপ ছিল। আর্যাকে বেরনোর সময় ‘খেলতে যাচ্ছি’ বলার পর রিয়েলাইজ করলাম, এটা বলা ঠিক হচ্ছে না। আমি তো দাবা খেলতে যাচ্ছি। ও মনে করছে, বাবা খেলতে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে না। ওকে তখন বোঝালাম আমি কাজে যাচ্ছি আর দাবা খেলাটাই আমার কাজ। তারপর ওর কত প্রশ্ন! কাজ কী, সবাই কি একই কাজ করে?... (হাসি)

প্রশ্ন: বাচ্চাদের বেড়ে ওঠার পিছনে মা-বাবা আছেনই, শিক্ষক বা কোচের ভূমিকা কতটা?
সূর্যশেখর: প্রচুর। আমিও তো এখন শিক্ষক। প্রচুর ট্রেনিং করাই, কোচিং করাই। শিক্ষক হিসাবে আমার মনে হয়, পড়ার প্রতি বা শেখার প্রতি আগ্রহ তৈরি করাটাই আসল কাজ। যে শিক্ষক এই কাজটা করতে পারেন তিনিই প্রকৃত শিক্ষক। আমার ক্লাসে এলে দেখতে পাবেন, সেখানে সবাই দুষ্টুমি করছে, মজা করছে। জোর করে চাপিয়ে দেওয়া নিয়মানুবর্তিতায় বিশ্বাসী নই। ছাত্রদের মধ্যে যদি দাবা খেলার প্রতি ভালবাসা তৈরিই না করতে পারি তা হলে আমি কেমন শিক্ষক?

প্রশ্ন: যারা হেরে গিয়ে আবার ফিরতে চান তাদের কী বলবেন?
সূর্যশেখর: আমি জিতেছি বা আমি হেরেছি, এটা ভাবলে চলবে না। খেলার প্রথম শিক্ষাই হল কখনও জিতবে কখনও হারবে। পার্ট অফ লাইফ। সাফল্যের কোনও সংজ্ঞা আছে? একেক জনের কাছে একেক রকম। ফলাফল যাই হোক, তার মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে। আনন্দে থাকার চেষ্টা করতে হবে। ‘পৃথিবী সেরা’ হয়ে যদি মনে সুখ না থাকে তাহলে তাকে সফল বলা যায় না। 

প্রশ্ন: দাবায় বিশ্বকাপ কবে আসবে?
সূর্যশেখর: ১৮৬টা দেশের মধ্যে ইন্ডিয়া দু’নম্বরে। ভারত দাবায় বিশ্বজয় করবে সেই দিন খুব দূরে নেই।

প্রশ্ন: ১০ মে ‘দাবাড়ু’ মুক্তি পাচ্ছে। আপনার লড়াই অন্যদের অনুপ্রেরণা দেবে…
সূর্যশেখর: হ্যাঁ, এটা শুধু একজন দাবাডুর গল্প নয়। এমন অনেক পরিবার আছে যেখানে এই লড়াই দেখা যায়। তাই দর্শক রিলেট করতে পারবেন। ছবিটা দেখুন। এটা শুধু দাবা খেলার ছবি নয়, অনেক মেসেজ আছে এই ছবিতে। দাবা খেলার বেশ কিছু দর্শন আছে যা জীবনে প্রয়োজন। এই খেলার মাধ্যমে আমি জীবনে যা শিখেছি অনেক কিছুই সংলাপে ধরা আছে।


নানান খবর

EXCLUSIVE: বড়পর্দায় ‘পাখিওয়ালা’ হয়ে ফিরছেন ঈশান মজুমদার, জীবনের খাঁচা ভাঙার গল্প বলবে ‘পিঞ্জর’

‘…এই ইন্ডাস্ট্রি আমার জন্য নয়’ বাধ্য হয়ে ছাড়লেন ধারাবাহিক! কান্নায় ভেঙে পড়ে আর কী বললেন তুলিকা বসু?

মা হলেন পরিণীতি চোপড়া, পুত্র না কন্যা সন্তানের বাবা হলেন রাঘব চাড্ডা?

হাতে হাত, চোখে প্রেম! বাগদানের পর প্রথমবার একসঙ্গে কোথায় ধরা দিলেন হুমা কুরেশি ও রচিত সিং?

হলিউডে কাজ অস্কারজয়ী অভিনেত্রীর সঙ্গে, তারপরেই বলিউডকে কোন বিষয়ে খোঁচা ঈশান খট্টরের?

নতুন ধারাবাহিক আসায় খবর পেয়েই তড়িঘড়ি ইতি টানল এই জনপ্রিয় মেগা! আর দেখা যাবে না কোন প্রিয় জুটিকে?

'আমি কিন্তু খুব একটা সেক্সি নই...,' সাহসী দৃশ্যে অভিনয়ের সময় ভয় করে সামান্থার! কিন্তু কেন?

'যত কাণ্ড কলকাতাতেই' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হঠাৎই অসুস্থ অনীক দত্ত! কী হয়েছে পরিচালকের?

'তোমায় আঙুলে নাচাবে এই মেয়ে...,' কন্যা সন্তান ঘরে আসতেই কেন আরবাজকে এমন সতর্কবার্তা দিলেন শাবানা আজমি?

ত্রৈলোক্য থেকে হুব্বা শ্যামল, চেনম্যান থেকে সজল বারুই, বাদ নেই রসিদ খানও! প্রকাশ্যে বাংলার অপরাধ জগতের প্রথম ঝলক

শুভশ্রীর আসন্ন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এ সাংবাদিকদের কটাক্ষ করা হয়েছে না কি গাওয়া হয়েছে জয়গান? সোজাসাপটা পরিচালক

'আমার স্বামীর পায়ের নখেরও যোগ্য নয়', সঞ্জীব কুমারকে এত বড় অপমান কোন নায়িকার

ছবি তোলার নামে ওরির মাথা জোর করে বুকে চেপে ধরেন রাখি সাওয়ান্ত, চুমুও খান! কী হয় তারপর? 

বাড়িতে মিথ্যে বলে পানশালায় মত্ত লোকেদের সামনে গাইছে বাড়ির বউ! বরের নজরে আসতেই কী পরিণতি হল? 

নীরবে অসহায়দের ত্রাতা! আরও একবার মানবিকতার নজির গড়লেন সলমন, তবু শেষ রক্ষা হল না

সাত সকালে বিধাননগরের তৃণমূল নেতাকে খুনের চেষ্টা, বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত, মাস্ক পরে আসে দুষ্কৃতী

বিমানবন্দরে 'স্নাইপার নেস্ট'-এর সন্ধান! ছোট সিঁড়ি দিয়ে এয়ার ফোর্স ওয়ানে উঠলেন প্রেসিডেন্ট ট্রাম্প

দীপাবলি ও কালীপুজোয় রাজ্যবাসীকে আলোর বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, দেশজুড়ে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী সহ অন্যান্য নেতাদের

হৃদয়গ্রাহী, আলোর উৎসবের আবহে বৃদ্ধার মুখে হাসি ফোটালেন পুলিশ অফিসার, কীভাবে? দেখুন ভাইরাল ভিডিও

অবতরণের সময় হংকং বিমানবন্দরে বীভৎস দুর্ঘটনা, রানওয়েতে পিছলে সমুদ্রে পড়ল বিমান! মৃত দুই

আকাশে আতঙ্ক! মাঝ আকাশ থেকে ১০,০০০ ফুট নিচে পড়ে গেল বিমান! ককপিটের কাচ ফেটে আহত পাইলট

দল বদলুকে টিকিট দিয়ে ক্ষোভের মুখে পুরোনো প্রার্থীকেই ফের মনোনয়ন নীতীশের 

ঝলমলে আকাশ, মনোরম আবহাওয়া, কালীপুজো কাটবে নির্বিঘ্নেই, তবে সপ্তাহের শেষে বদলের পূর্বাভাস

বন্ধুত্বের মুখোশ ঝেড়ে ফের স্বমহিমায় ট্রাম্প! ভারতের উপর আবারও 'ব্যাপক' শুল্ক আরোপের হুঁশিয়ারি

লেহ-এ  রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে তদন্তে স্থানীয় প্রতিনিধি দাবি লাদাখের নাগরিক সমাজের

বিশ্বকাপে হারের হ্যাটট্রিক, জেতা ম্যাচ মাঠে ফেলে শেষ চারের রাস্তা আরও কঠিন হল স্মৃতি মান্ধানাদের

নিরামিষের বদলে আমিষ বিরিয়ানি দেওয়ার অভিযোগ! হোটেল মালিককে গুলি করে খুন, তুমুল উত্তেজনা রাঁচিতে

ভূতদেরও ছুটি মেলে! আসানসোলের হাড়হিম করা ভূত চতুর্দশীর গল্প

জামা ছেঁড়া, রাস্তায় বসে হাউ হাউ করে কান্না, লালু প্রসাদের বাড়ির সামনে আরজেডি নেতার কাণ্ড চমকে দেবে

দীপাবলির মুখে বড়সড় অস্ত্রপাচার রুখল পুলিশ, গ্রেপ্তার ৬৫ বছরের মহিলা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

দেখতে সুস্বাদু মিষ্টি, কিন্তু আগুন জ্বাললেই ম্যাজিক, দীপাবলিতে নয়া চমক ‘মিষ্টি-মোমবাতি’ কলকাতার কোথায় মিলছে জানেন?

জগদ্ধাত্রী আহ্বানে বৃহৎ আলপনার ব্যবস্থা! আবেদন জানানো হলো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে

ক্ষতিগ্রস্ত সবজি পুনরুদ্ধারে কৃষকদের পাশে কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা

আর কবে কমবে সোনার দাম? পড়ুুন এইচএসবিসি ব্যাঙ্কের পূর্বাভাস

সিঙাড়ার টাকা দেওয়ার আগেই ছেড়ে দিল ট্রেন, যাত্রীকে টেনেহিঁচড়ে নামিয়ে বেমক্কা মার রেল হকারের

দীপাবলি ও ছটপুজো উপলক্ষে উত্তর পশ্চিম রেলওয়ের বিশেষ ব্যবস্থা, চলবে কত জোড়া বিশেষ ট্রেন

ভারতের কোন শহরে বিবাহ বহির্ভূত সম্পর্ক সবচেয়ে বেশি? অনেকটাই পিছিয়ে কলকাতা, মুম্বই, দিল্লি বা চেন্নাই!

১৭৬.৫ কিমি বেগে বল স্টার্কের! ইতিহাসের দ্রুততম ডেলিভারিটাই কি রোহিতকে করলেন অজি পেসার?

পৃথিবীতে গাছের জন্ম রয়েছে ওদের হাতে, অবহেলা নয়-যত্নে রাখুন

সোশ্যাল মিডিয়া