আজকাল ওয়েবডেস্ক: ‘২০০০ টাকায় সন্দেশখালির মা-বোনেদের সম্মান বিক্রি করেছে বিজেপি। একটা রাজনৈতিক দল যে এত নিকৃষ্ট হতে পারে জানতাম না’। সন্দেশখালির ঘটনায় ভাইরাল হওয়া স্টিং ভিডিও নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অভিষেক ব্যানার্জি। এদিন মঙ্গলকোটে জনসভা ছিল অভিষেকের। স্টিং অপাকেশনের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারে এটাকে বড় ইস্যু করে তুলেছে তৃণমূল।

পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ করেছেন তিনি। বলেন, ‘সভায় প্রধানমন্ত্রী অন্ন-বস্ত্র-বাসস্থানের কথা বলছেন না। উল্টে সাম্প্রদায়িকতার বীজ বপন করছেন’। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে অভিষেক বলেন, ‘বিজেপি ভোট চাইতে এলে প্রশ্ন করুন। জানতে চান কেন্দ্রীয় সরকার বাংলার জন্য কী করেছে। আবাস যোজনায় কত টাকা তা নিয়ে বিজেপি কেন শ্বেতপত্র প্রকাশ করছে না’। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়েও এদিন মুখ খোলেন অভিষেক।