মায়ের সঙ্গে বসে কমেডি শো উপভোগ করছিলেন পরিচালক তথা প্রযোজক করণ জোহর। হঠাৎই নজরে পড়ে নিজেকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মিমিক্রি! নিজের ইন্ডাস্ট্রির লোকেরাই এভাবে তাঁকে নিয়ে মজা করছেন! এটা কোনওভাবেই মেনে নিতে পারেননি তিনি। যাবতীয় ক্ষোভ উগড়ে দিলেন ইনস্টা স্টোরিতে।
তিনি লেখেন, "আমি মায়ের সঙ্গে বসে টিভি দেখছিলাম। সেইসময়েই জনপ্রিয় চ্যানেলে এক কমেডি শোয়ের প্রোমো দেখতে পাই। এক কমেডিয়ান আমার মিমিক্রি করছিলেন আর সেটা অত্যন্ত কুরুচিকরভাবে। এইসমস্ত ট্রোলগুলো যদি অচেনা কেউ করত, তাহলে গায়ে মাখতাম না। কিন্তু ২৫ বছর ধরে অনবরত কাজ করা যাওয়া একজনকে যদি নিজের ইন্ডাস্ট্রির লোকেরাই সম্মান করতে না পারে, তাহলে কোন সময়ে আমরা বসবাস করছি, তার পরিচয় পাওয়া যায়। আমি কিন্তু মোটেই রাগ করিনি। আমার কষ্ট হয়েছে।"
সম্প্রতি হিন্দি বিনোদন চ্যানেল সোনি-তে "ম্যাডনেস মাচায়েঙ্গে- ইন্ডিয়া কো হাসায়েঙ্গে"-শো-এর এক প্রোমো নিয়েই এই ঘটনার সূত্রপাত! যেখানে কমেডিয়ান কেতন সিংকে করণের মিমিক্রি করতে দেখা যায়। আর তা দেখেই চটে লাল পরিচালক।
এই বিষয়ে এক সাক্ষাৎকারে মুম্বই সংবাদ সংস্থাকে কেতন বলেছেন, "আমার উদ্দেশ্য করণকে কখনওই আঘাত করা ছিল না। আমি করণ স্যারের কাছে ক্ষমা চাইতে চাই। আমি তাঁর কাজের ভক্ত। আমি ক্ষমাপ্রার্থী, ওঁকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না আমি শুধু দর্শকদের বিনোদন দিতে চেয়েছিলাম কিন্তু আমি যদি অতিরিক্ত কিছু করে থাকি তবে আমি দুঃখিত। সম্ভবত তিনি পুরো পর্বটি দেখেননি, কেবল প্রোমো দেখেছেন। আমি পর্বটি দেখার পর দর্শক এবং করণ স্যরের প্রতিক্রিয়া দেখতে চাই। এক্ষেত্রে আমার ক্ষমা চাওয়া ছাড়া, আর কোনও উপায় নেই।"
প্রসঙ্গত, বরুণ-জাহ্নবীর নতুন ছবি "সানি সংস্কারী কি তুলসি কুমারী" নিয়ে বড় ঘোষণা করলেন করণ। ছবির শুটিং-এর শুভ মহরৎ-এর ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন, "শুটিং শুরু হচ্ছে "সানি সংস্কারী কি তুলসি কুমারী’র নতুন যাত্রা, সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই ।"
