আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার আইপিএলে ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৭০ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিল কলকাতা নাইট রাইডার্স। নুয়ান থুসারা আর জসপ্রীত বুমরার দাপুটে বোলিংয়ে টপ আর মিডল অর্ডার একপ্রকার ধসে পড়ল কেকেআরের। একমাত্র ভেঙ্কটেশ আইয়ার আর ইমপ্যাক্ট প্লেয়ার মণীশ পাণ্ডে ছাড়া কেউ রান করতে পারেননি। এদিন ওয়াংখেড়েতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডেয়া।



ওয়াংখেড়ের পিচ ব্যাটিং বরাবরই সহায়ক। ফিল সল্ট, নারিন, রাসেল, শ্রেয়স যা ফর্মে রয়েছেন রাতে আশা করা গিয়েছিল ফের বড় রান তুলবে কলকাতা। কিন্তু তাতে বাধ সাধেন নুয়ান থুসারা। শুরুতেই দুই ওপেনারকে হারায় কলকাতা। রান পাননি অধিনায়ক শ্রেয়স, অংক্রিশ, রিঙ্কু। ম্যাচের হাল ধরেন ভেঙ্কটেশ আইয়ার এবং মণীশ পাণ্ডে। ওয়াংখেড়ে ভেঙ্কটেশের পয়া মাঠ। গত আইপিএলে এখানে শতরান করেছিলেন। এদিনও ৫২ বল খেলে ৭০ করে লড়াইয়ে টিকিয়ে রাখলেন দলকে।