সংবাদসংস্থা মুম্বই: বিনোদন জগতের অন্যতম প্রিয় নাম মৌনী। অভিনয়ের পাশাপাশি নাচ দিয়েও বলিউড মাতিয়েছেন তিনি। একতা কাপুরের ফ্যান্টাসি কাল্পনিক শো, "নাগিন" এ লিড রোলের পরেই রাতারাতি খ্যাতি অর্জন করেন এই অভিনেত্রী। ২০২২ সালে সুরজ নাম্বিয়ার-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। জনপ্রিয় টিভি শোয়ের বিচারকের ভূমিকাতেও তাঁকে দেখা গিয়েছে বহুবার। সম্প্রতি, মুম্বই সংবাদসংস্থার কাছে নিজের ব্যক্তিগত জীবন, অভিনেত্রী হওয়ার আগের জীবন, পরিবার, ও পেশাগত সাফল্য, ভবিষ্যত পরিকল্পনা ইত্যাদি নানা বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন তিনি।
অভিনয় শুরু করার আগেই জীবন প্রায় শেষ হতে বসেছিল মৌনীর! কেন?
তখন "ঝলক দিখলাজা " সিজন ৯ এর প্রতিযোগী ছিলেন মৌনী। সেই রিয়ালিটি শোয়ের পরেই শিরদাঁড়ার এল-৪ ও এল-৫ নড়ে গিয়েছিল তাঁর। সেই কারণে শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। সেই সময়ের কথা মনে করে অভিনেত্রী বলেন, ""ওজন বেড়ে গিয়েছিল। সেই সময় আমাকে ৩০টা ওষুধ আর একাধিক ইনজেকশন নিতে হত। শিরদাঁড়ায় এপিডুরাল নিতে হত মাঝে মধ্যে। খুবই খারাপ সময় ছিল আমার জীবনের। প্রায় ৩ মাস আমি শয্যাশায়ী ছিলাম। এর পরেই নাগিনের ডাক পাই। ""
বালাজি সংস্থার ওই ফোন কলেই বদলে গিয়েছিল "ব্রহ্মাস্ত্র" অভিনেত্রীর জীবন।
অভিনয় শুরু করার আগেই জীবন প্রায় শেষ হতে বসেছিল মৌনীর! কেন?
তখন "ঝলক দিখলাজা " সিজন ৯ এর প্রতিযোগী ছিলেন মৌনী। সেই রিয়ালিটি শোয়ের পরেই শিরদাঁড়ার এল-৪ ও এল-৫ নড়ে গিয়েছিল তাঁর। সেই কারণে শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। সেই সময়ের কথা মনে করে অভিনেত্রী বলেন, ""ওজন বেড়ে গিয়েছিল। সেই সময় আমাকে ৩০টা ওষুধ আর একাধিক ইনজেকশন নিতে হত। শিরদাঁড়ায় এপিডুরাল নিতে হত মাঝে মধ্যে। খুবই খারাপ সময় ছিল আমার জীবনের। প্রায় ৩ মাস আমি শয্যাশায়ী ছিলাম। এর পরেই নাগিনের ডাক পাই। ""
বালাজি সংস্থার ওই ফোন কলেই বদলে গিয়েছিল "ব্রহ্মাস্ত্র" অভিনেত্রীর জীবন।
