বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৩ মে ২০২৪ ২০ : ৫৫Angana Ghosh
বছরের যে সময়টাতেই যান না কেন, কাশ্মীর ধরা দেবে অপরূপ সাজে। সাধে কি তাকে বলা হয় ভূস্বর্গ, এ পৃথিবীর বুকে এক জন্নত!
কাশ্মীর ঘুরতে বরাদ্দ রাখুন অন্তত সাত দিন। পর্যটকদের জন্য সেরা সময় হল মে থেকে অাগস্ট। এ সময়টায় ভূস্বর্গজুড়ে ফুল আর আপেলের রাজ্য। পুরোপুরি বরফে মোড়া কাশ্মীর উপভোগ করতে যেতে হবে ডিসেম্বর-জানুয়ারিতে। তবে হ্যাঁ, ফুল আর বরফ দুই-ই যদি দেখতে চান, তবে মার্চ-এপ্রিলে যাওয়াই ভাল। এ সময়টায় টিউলিপ ফেস্টিভ্যাল চলে। আর বরফের চাদরে ঢাকা গুলমার্গ এবং সোনমার্গ।
ধরা যাক, মার্চ-এপ্রিলেই আপনি চলেছেন ভূস্বর্গে। হাতে মাত্র সাতটা দিন। তা হলে কী কী করবেন?
ট্রেনে কিংবা প্লেনে শ্রীনগর পৌঁছে, দুপুরের খাওয়া সেরে, সোজা ডাল লেক। রংচঙে শিকারায় আলসে বিকেল কাটুক জলের গানে। ফ্লোটিং মার্কেটে টুকটাক কেনাকাটা সারতে সারতে সন্ধের আলোআঁধারিতে মায়াবি হয়ে উঠবে চারপাশ। ওপার ঘেঁষা হাউসবোটগুলো ততক্ষণে আলোয় আলো। ডাল লেকের পাড়ে রয়েছে অজস্র দোকান, কফিশপ, রেস্তোরাঁ। শিকারা-বিহার সেরে ব্যাগ কিংবা শাল, ঝুমকা কিংবা ঘর সাজানোর টুকিটাকি আশ মিটিয়ে কিনুন। তারপর ঠান্ডায় গুটিসুটি বসে কফিশপে ধোঁয়া ওঠা কফি, কাশ্মীরি কাহওয়া, কাবাবে আর গল্পে রাত গড়াবে দুলকি চালে।
পরদিন সকালে গাড়ি নিয়ে সোজা টিউলিপ গার্ডেন। নানা রঙের টিউলিপের অপার সৌন্দর্য তাক লাগিয়ে দেবে নিমেষেই। ঘণ্টাখানেক ফুলেদের সঙ্গে আলাপ সেরে বেরিয়ে পড়ুন। গন্তব্য একে একে নিশাত গার্ডেন, শালিমার বাগ, চেশমা শাহী, পরী মহলের মতো মুঘল আমলে তৈরি একের পর এক উদ্যান এবং হজরত বল মসজিদ। যেতে পারেন হরি পর্বতের সবুজে মোড়া কেল্লাতেও। তবে এটা কিন্তু বেশ উঁচুতে। শেষ দুপুরে পেটপুজো হোক একেবারে কাশ্মীরি ওয়াজ ওঁয়ার আমিষ-নিরামিষে ঠাসা সুস্বাদু থালিতে। ডাল লেক চত্বরের আশপাশে হোটেল হলে সন্ধেটা কাটাতেই পারেন শিকারার রঙে রঙিন হয়ে থাকা লেকের পাড়ে। ছবি তুলতে ভালবাসলে সাবজেক্ট কিন্তু অজস্র!
পরদিনটা তোলা থাক গুলমার্গের জন্য। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ গন্ডোলা অর্থাৎ কেবল কার রাইড। যা পৌঁছে দেবে অনেকটা উঁচুতে বরফে মোড়া উপত্যকায়। ফেজ ওয়ান এবং ফেজ টু দু’রকম উচ্চতায়। মার্চ-এপ্রিলে ফেজ ওয়ানেই বরফ পাবেন দেদার। গন্ডোলায় চেপে সেখানে নামতেই আপনার অপেক্ষায় দুধসাদা তুষাররাজ্য। ঘণ্টা দুয়েকের সময়সীমার মধ্যে খাওয়াদাওয়া, ছবি তোলা তো আছেই। সঙ্গে স্লেজ, স্কি, স্নো বাইকের অ্যাডভেঞ্চারও। ফেজ টু রাইড পৌঁছে দেবে আরও উঁচুতে। সেখানে বরফ আরও অনেক বেশি। পাল্লা দিয়ে কমে বাতাসের চাপও। ফলে শ্বাসকষ্টের সমস্যা হয় অনেকেরই। তবে মাথায় রাখুন, গন্ডোলার টিকিট অনলাইনে কেটে রাখতে হবে কাশ্মীর সফরের সপ্তাহ দুয়েক আগেই। এবং গন্ডোলা স্টেশনে তুমুল লাইন পড়ে। যাওয়া এবং ফেরা মিলিয়ে লাইনেই কেটে যায় প্রায় ঘণ্টা চারেক। ফলে যত সকাল সকাল গুলমার্গ পৌঁছবেন, ততই ভাল।
দু"পাশে বরফ ঢাকা পাহাড়ে ঘেরা পথ ধরে পরদিন চলুন সোনমার্গ। এ সময়টায় এখানেও গোটা উপত্যকা সাদা চাদরে মোড়া। জমিয়ে ছবি তুলুন, টুকটাক খাওয়াদাওয়া চলুক। গুলমার্গে না করে থাকলে এখানে বরং হয়ে যাক স্লেজ কিংবা স্নো বাইকের উত্তেজনা-ঠাসা অভিজ্ঞতা। আলাদা গাড়ি বা ঘোড়া নিয়ে ঘুরে আসতে পারেন জিরো পয়েন্ট, জো জিলা পাসেও। শ্রীনগর থেকে সোনমার্গের পথে অ্যাপল গার্ডেনে টাটকা আপেল জুসের বিরতি নিতে ভুলবেন না যেন। ফিরতি পথে যেতেই পারেন কাশ্মীরি শালের কোনও একটা কারখানায়।
পরের দুটো দিন কাটুক পহেলগামে। এ সময়টায় এখানেও প্রচুর ফুল। শুধু তাই নয়, যাওয়ার পথে দু’পাশে চোখ ধাঁধিয়ে দেবে সর্ষে ফুলের মেলা। হলুদের বন্যা যেন! দুপুর দুপুর পৌঁছে বাধ্যতামূলক স্থানীয় গাড়ি নিয়ে ঘুরে দেখুন চন্দনওয়াড়ি, বেতাব ভ্যালি এবং আরু ভ্যালি। চন্দনওয়াড়ি বেশ উঁচুতে, ফলে এখানেও এ মরশুম বরফেরই। বেতাব বা আরু ভ্যালি বরং খানিক নীচে, সবুজে ঘেরা ছড়ানো দুই উপত্যকা। সন্ধের দিকটায় চারপাশ কনকনে ঠান্ডা হয়ে যাওয়ার আগেই ঢুকে পড়ুন হোটেলে। পরদিন ঘোড়ায় চেপে ঘুরে আসতে পারেন বৈসারন বা মিনি সুইজারল্যান্ড উপত্যকায়। অথবা না হয় খানিক আলসেমিতেই কাটিয়ে দিন লিদার নদীর তীরে। যেমন সুন্দর, তেমনই মায়াময় তার রূপ। বিকেল বিকেল ফিরে চলুন শ্রীনগর।
শেষ দিনটায় যেতে পারেন কাছেপিঠের কাশ্মীরি গ্রামে। পাহাড়, উপত্যকা, ঝর্না, ফুলে এমনই এক মনমাতানো ঠিকানা দুধপতরী। তবে মাথায় রাখুন গাড়ি যত দূর যায়, তার পরে বেশ খানিকটা যেতে হবে পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় চেপে। আর হ্যাঁ, কাশ্মীর সফরে শুধু হোটেলে না থেকে এক রাত কাটাতে পারেন হাউসবোটে। অন্য স্বাদের অভিজ্ঞতা হবে।
তবে অবশ্যই মাথায় রাখুন কয়েকটি জরুরি বিষয়।
বেড়ানোর দলে প্রবীণেরা থাকলে হোটেল বাছাই করুন খোঁজখবর নিয়ে। মাঝারি মানের অনেক হোটেলেই লিফট নেই। পাহাড়ি এলাকা বলে সিঁড়ির ধাপও রীতিমতো উঁচু।
মার্চ-এপ্রিলে তাপমাত্রা থাকে ১ থেকে ৯ ডিগ্রির মধ্যে। তাই যথেষ্ট গরম জামাকাপড়, ওষুধপত্র সঙ্গে রাখুন।
গুলমার্গে গন্ডোলা রাইডে সাবধান। এতে চলন্ত অবস্থাতেই উঠতে হয়। ফলে বয়স্করা সঙ্গে থাকলে একটু কড়া গলাতেই কন্ট্রোল রুমকে বলুন কেবল কার থামাতে। সেই সঙ্গে অবাধে চলে দালালরাজ। নজরদারির কোনও ব্যবস্থা নেই। এ ছাড়া উপরে পৌঁছনোর মুহূর্ত থেকেই স্লেজ-স্কি চড়ার জন্য তিতিবিরক্ত করে ছাড়ে। দরকারে তা এড়িয়ে চলতে হবে আপনাকেই।
কাশ্মীরে সব কিছুরই দাম বেশ বেশি। কেনাকাটা কিংবা ঘোড়ায় চাপা, দরদস্তুর করতে ভুলবেন না।
এ সময়টায় ঘোড়া চলার পথ বেশ পিছল। বরফে এমনিতেই আছাড় খাওয়ার আশঙ্কা বেশি। ঘোড়া থেকে ছিটকে পড়ার অভিজ্ঞতাও হয় অনেকেরই।
তবে সবটুকু মাফ করে দেওয়া যায় স্রেফ ছবির মতো সৌন্দর্যের জন্যই। দু’চোখ ভরে দেখুন। ধরা থাক মনের ফ্রেমে।
নানান খবর

২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণ! কোন ৫ মূলাঙ্কের জন্য সতর্কবার্তা, বাড়তে পারে আঘাত-অসুস্থতার ঝুঁকি

হরি-হরের যৌথ আশীর্বাদে প্রেম-প্রীতি-অর্থ তিনই আসবে ফোয়ারার মতো! ভাগ্যগুণে সুখের সাগরে ভাসবে কোন কোন রাশি?

পুজোর আগে চুলের হারানো জেল্লা ফেরাতে চান? শুধু এই কয়েকটি টিপস মেনে চললেই বেঁচে যাবে পার্লারের খরচ

সকাল-বিকেল ড্রাই ফ্রুটস খেলেই হল না! সবচেয়ে বেশি উপকার পেতে কখন শুকনো ফল খাবেন?

মরশুম বদলালেই গলায় খুসখুস? দামি ওষুধ নয়, এই ৫ ঘরোয়া উপায়েই মিলবে দ্রুত আরাম

ওজন ঝরাতে চিয়া সিডসে ভরসা! কারা কারা ভুলেও খাবেন না? বিপদে পড়ার আগেই দেখুন তালিকা

পার্লারে গিয়ে রূপচর্চার আগে সাবধান! কোন ৪ ফেসিয়াল মুখ নষ্ট করে দেবে, বিশেষজ্ঞ জানিয়ে দিলেন

কমবয়সিদের জন্য কেন প্রাণঘাতী হয়ে উঠছে ব্রেন স্ট্রোক? কীভাবে প্রতিরোধ করবেন? লক্ষণ চিনিয়ে খুঁটিনাটি জানালেন ডাঃ গৌতম গঙ্গোপাধ্যায়

আড়ি পাতার স্বভাব নিছক অভ্যাস না গভীর অসুস্থতা? এতে কোন কোন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় জানেন?

বৃষ্টির দিনে ভিজে কাপড় নিয়ে নাজেহাল? ৫ সহজ নিয়ম মানলে ঘরের মধ্যেই দিব্যি শুকিয়ে যাবে জামা-জুতো

পুজোর ছুটিতে ঘুরতে যাচ্ছেন? আবহাওয়া কিন্তু ভাল নয়, শরীর ঠিক রাখতে ব্যাগে অবশ্যই রাখবেন কোন কোন জিনিস?

ভাদ্রে রেঁধে আশ্বিনে খাওয়া! রান্না পুজোয় কী কী পদ রান্না করার রীতি রয়েছে? জেনে নিন সব নিয়ম

আচমকা হার্ট অ্যাটাকের আগে জানান দেয় জিভ! কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন হৃদরোগের ঝুঁকি?

পুজোর আগে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা

হার্টের বন্ধু! বশে রাখে প্রেশার-সুগার, এই চেনা সবজির রস খেলেই ওজন নিয়ে কমবে দুশ্চিন্তা

প্রথমবার বিদেশে যাচ্ছেন? কোন কোন বিষয় মাথায় রাখলে ঝক্কি পোহাতে হবে না?

‘লাল শাড়ি’তে মজে ১৮ থেকে ৮০, কতটা সুরক্ষিত জেমিনির ন্যানো বানানা ট্রেন্ড?

বিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন পিএসজি

বিহারের পর দিল্লি, রাজধানীতেও শুরু এসআইআর প্রক্রিয়া

পাইক্রফ্টের পর সূর্যকেও নিশানা করল পাক ক্রিকেট বোর্ড, তুলে দেওয়া হল একাধিক অভিযোগ

কয়েক ঘণ্টায় প্রবল বৃষ্টি, ভেসে যাবে ৬ জেলা! উৎসবের আবহে আবহাওয়ার চরম সতর্কতা জারি

‘পশ্চিমবাংলা যেভাবে তারুণ্যের উদ্দামতাকে স্বাগত জানায়, সেরকম বাংলাদেশেরও করা উচিত’ অকপট ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর অভিনেত্রী নওশাবা

সুপার ফোরে সলমনরা, রবিবার এশিয়া কাপে ফের ভারত–পাক

পাইক্রফ্ট ক্ষমা চেয়ে নেওয়ায় গলল বরফ, সব ভুলে মাঠে নামল পাকিস্তান

পেট্রোল-ইথানল মিশ্রণ ২০% এর বেশি বাড়বে না: হরদীপ সিং পুরী

'এবার আমার পালা...', ইস্টবেঙ্গলে সই করে বললেন 'জাপানি বম্বার' হিরোশি

৩২ বছর আগে হাফ ডজন গোল দিয়েছিল ইস্টবেঙ্গল, সেই আল জাওরার কাছে হার মানল এফসি গোয়া

গুজরাটে নির্মাণ শ্রমিক কল্যাণে অচলাবস্থা: সিএজি’র কড়া রিপোর্টে বিস্ফোরণ!

মান্ধানার সেঞ্চুরিতে ভর করে বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

সলমনের ‘বীর’ ছবির জনপ্রিয় সংলাপের অনুপ্রেরণা এন কে সলিল? বিস্ময়কর দাবির নেপথ্যে কোন যুক্তি দিলেন চিত্রনাট্যকার?

‘ছোট কিন্তু গভীর পরিবর্তন এনেছিলেন আমার জীবনে…’ অস্কারজয়ী অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ডের মৃত্যুতে আবেগঘন স্মৃতিচারণ অঞ্জন–সুমনের

দেশের বিভিন্ন স্থানে চা, পকোড়ার স্টল দিয়ে প্রতীকী প্রতিবাদ মোদির জন্মদিনে ‘বেরোজগারি দিবস’ পালন যুব কংগ্রেসের

অবশেষে জল্পনা দূর হল, আমিরশাহি ম্যাচ বয়কট করছে না পাকিস্তান, ম্যাচ রেফারি সেই বিতর্কিত পাইক্রফ্টই

দীর্ঘ টালবাহানার অবসান, পুজোর আগেই এল সুখবর

হুগলির গর্ব আজ স্মৃতির অতল অন্ধকারে, বিশ্বকর্মা পুজোতে ডানলপের গেটে ভিড় অশ্রুসিক্ত প্রাক্তন শ্রমিকদের

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ নিয়ে ওয়াক্ফ সম্পত্তি ধ্বংসের আশঙ্কা: আসাদুদ্দিন ওয়াইসি

'ও অনেকটা কামিন্সের মতো', ইস্টবেঙ্গলের 'জাপানি বোমা'কে নিয়ে সমর্থকদের আশ্বস্ত করছেন ম্যাকলারেনের বন্ধু

'তুমি তো কোনওদিন মা হতে পারবে না', রাজস্থানে মহিলার গায়ে আগুন লাগিয়ে দিলেন শ্বশুরবাড়ির লোকেরা

নতুন নায়কদের ‘কুকুর’-এর মতো ব্যবহার করেন পূজা ভাট? শিউরে ওঠার মতো সব অভিযোগ জনপ্রিয় মডেল-অভিনেতার!

৭৫ বছর বয়সে কোনও রিয়েল এস্টেট, শেয়ার এবং সোনা নেই, প্রধানমন্ত্রী মোদি কোথায় বিনিয়োগ করেছেন?

লুকিয়ে লুকিয়ে বাংলাদেশে আসছে কেন মার্কিন সেনা, কী পরকল্পনা করছে ইউনূস সরকার?