মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (MCU) চতুর্থ স্পাইডারম্যান ফিল্ম ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত উত্তেজনা। সদয় শুরু হয়েছে ছবির শুটিং। ২০২৬ সালের ৩১ জুলাই মুক্তি পেতে চলা এই ছবিতে শুধুমাত্র টম হল্যান্ড বা জেনডায়া নন, প্রত্যাবর্তন ঘটছে 'হাল্ক'-এরও! যে ভূমিকায় আরও একবার দেখা যাবে মার্ক রাফালো-কে। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে মার্ভেল অনুরাগীদের মধ্যে।

 

 

খবর, রাফালো কেবলমাত্র অতিথি চরিত্রেই থাকছেন না, বরং তাঁর চরিত্রটি হবে গুরুত্বপূর্ণ। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর আমরা তাঁকে শেষ দেখেছিলাম ‘শি হাল্ক: অ্যাটর্নি অ্যাট ল’ সিরিজে, যেখানে তিনি ছিলেন প্রফেসর হাল্ক রূপে। সেই সিরিজেই জানা যায় তাঁর ছেলে স্কার-এর অস্তিত্বের কথা। এখন মার্ভেলের  চতুর্থ ফেজে যখন নতুন জেনারেশন গড়ে তোলার পরিকল্পনা, তখন হাল্কের এই উপস্থিতি আগামী অ্যাভেঞ্জার্স: ডুমসডে ছবির রাস্তাও প্রশস্ত করতে পারে। তবে গুঞ্জন, এই ছবিতে এক ঝলক দেখা মিলতে পারে হিউ জ্যাকম্যান অভিনীত বিপুল জনপ্রিয় সুপারহিরো চরিত্র উলভ্যারিনেরও! 

 

'স্পাইডার ম্যান-ব্র্যান্ড নিউ ডে'-এর পরিচালকের আসনে বসেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন, যিনি আগেই এমসিইউ-তে ‘সাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অফ টেন রিংস’ পরিচালনা করে প্রশংসিত হয়েছেন। তিনি জানিয়েছেন, এই ছবি হবে একেবারে ‘গ্রাউন্ডেড’ এবং আবেগঘন, যেখানে পিটার পার্কার ফের নিজের শিকড়ে ফিরে যাবেন। সেই ইঙ্গিত মিলেছে সিনেমার প্রথম টিজারেও।

 

কে কে থাকছেন ছবির কাস্টে? চলুন, চোখ বুলিয়ে নেওয়া যাক। 

টম হল্যান্ড – পিটার পার্কার / স্পাইডারম্যান

জেনডায়া – এমজে

জেকব ব্যাটালন – নেড

মার্ক রাফালো – ব্রুস ব্যানার / হাল্ক

জন বার্নথল – ফ্র্যাঙ্ক ক্যাসল / দ্য পানিশার

স্যাডি সিঙ্ক – ( এখনও চরিত্রের নাম জানা যায়নি )

বিশেষ করে স্ট্রেঞ্জার থিংস সিরিজ খ্যাত স্যাডি সিঙ্ক-কে নিয়ে জল্পনা তৈরি হয়েছে মার্ভেল ভক্তমহলে—তিনি কি নতুন কোনো সুপারহিরো? নাকি ভিলেন?

কোথায় হচ্ছে স্পাইডার-ম্যান ছবি শুটিং?
 গ্লাসগো শহরেই শুটিং শুরু হয়েছে। এই স্কটিশ শহরকেই রূপান্তরিত করা হচ্ছে নিউ ইয়র্ক সিটির সেটে। সেখানে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (NYPD)-এর গাড়ি, বিলবোর্ড, হটডগ স্টল-সহ রিয়েল-টাইম নিউ ইয়র্ক স্ট্রিট রিক্রিয়েট করা হচ্ছে।

 কী হতে পারে ছবির গল্প?
'স্পাইডার ম্যান : নো ওয়ে হোম'-এ গোটা পৃথিবী ভুলে গিয়েছে পিটার পার্কারকে। ‘ব্র্যান্ড নিউ ডে’-এর গল্প শুরু হবে সেখান থেকেই। এটি পিটারের জীবনের ‘রিসেট’ পর্ব—কোনো অ্যাভেঞ্জার বন্ধু নেই, নিজের তৈরি স্যুট পরে, নতুন করে শুরু করা এক অনাথ যুবকের সংগ্রামের গল্প।

২০২৬ সালের গরমে মুক্তি পেতে চলা ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ যে মার্ভেলের পরবর্তী সাফল্যের ধাপ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এখন শুধু অপেক্ষা—টম হল্যান্ডের মুখে আবার শোনা সেই চিরচেনা সংলাপ: আমরা প্রস্তুত!