আজকাল ওয়েবডেস্ক: আজ ৩ অগাস্ট, রবিবার। প্রাচীন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আজ মনের কারক চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করবেন। পাশাপাশি রবিবার মানেই সূর্য দেবতার দিন। সেই সূর্যদেব আজ অবস্থান করছেন কর্কট রাশিতে। সকাল ৯ টা ৪২ এর পর থেকে শুরু হবে শ্রাবণ মাসের শুক্লা দশমী তিথি। সঙ্গে থাকবে ব্রহ্মা যোগের প্রভাব। এমন গ্রহ-সংযোগের ফলে আজ বেশ কিছু রাশির জাতকদের ভাগ্য ফিরতে চলেছে। দিনের শুরুতেই মিলতে পারে শুভ সংবাদ, আর্থিক সাফল্য, এমনকি সম্পর্কেও আসতে পারে স্থিতি। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতকদের কপালে আজ শিঁকে ছিড়ছে।
আরও পড়ুন: ১২ কেজির বিশাল স্তন! ফিট হয় না কোনও জামা! কেন এমন হল? তরুণীর কষ্ট শুনলে চোখে জল আসবে
বৃষ রাশি
আজকের দিনে বৃষ রাশির জাতকদের জন্য অর্থাগমের বিশেষ সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আজ হঠাৎ করেই গতি পেতে পারে। কর্মক্ষেত্রে কোনও নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে পদোন্নতির পথ প্রশস্ত করতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। কোনও পুরনো বিনিয়োগ আজ ফল দিতে পারে। পারিবারিক শান্তিও বজায় থাকবে।
কর্কট রাশি
আজ কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য রোমান্টিক সম্পর্কের দিক থেকে অত্যন্ত শুভ। যাঁরা বিবাহিত, তাঁদের দাম্পত্যে আসতে পারে নতুন স্বাদ। অবিবাহিতদের জন্য প্রেমের প্রস্তাব আসতে পারে, বা নিজেরা প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়াও পেতে পারেন। মানসিক শান্তির সঙ্গে সঙ্গে শরীর-মনও থাকবে চনমনে। কোনও পুরোনো বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন, যা আত্মবিশ্বাস বাড়াবে।
কন্যা রাশি
দীর্ঘদিন ধরে যাঁরা বিদেশে পড়াশোনা বা কাজের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও গুরুত্বপূর্ণ নথিপত্রে স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হতে পারে। অফিসে কোনও সিনিয়রের প্রশংসা পেতে পারেন, যা আপনাকে উৎসাহ দেবে। অর্থনৈতিক দিকটিও আজ শক্তিশালী থাকবে। ভাগ্য আপনার সঙ্গে রয়েছে আজ।
আরও পড়ুন: ১২ কেজির বিশাল স্তন! ফিট হয় না কোনও জামা! কেন এমন হল? তরুণীর কষ্ট শুনলে চোখে জল আসবে
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি দারুণ। সৃজনশীল কাজে আজ সাফল্য আসবে। বিশেষ করে যাঁরা লেখালেখি, গান, অভিনয় বা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত, তাঁদের কাজ প্রশংসিত হবে। সামাজিক মাধ্যমে আপনার উপস্থিতি বাড়তে পারে। সঙ্গে আর্থিক ক্ষেত্রেও ছোটখাটো লাভের সম্ভাবনা আছে। আজ নিজের সিদ্ধান্তে অটল থাকলে সাফল্য নিশ্চিত।
মীন রাশি
চন্দ্রদেবের প্রভাবে এই রাশির জাতকদের ভাগ্য আজ উজ্জ্বল। মানসিকভাবে ভারমুক্ত অনুভব করবেন। জীবনের ছোট ছোট জিনিস থেকেও আজ আপনি আনন্দ খুঁজে নিতে পারবেন। কোনও নতুন প্রকল্প শুরু করতে চাইলে আজকের দিন আদর্শ। দাম্পত্য জীবনেও থাকবে সুখ ও সহমর্মিতা।
সব মিলিয়ে আজকের দিনটি কিছু রাশির জন্য সত্যিই আশীর্বাদস্বরূপ। যাঁদের রাশি তালিকায় নেই, তাঁদের জন্যও গ্রহ-নক্ষত্রের রদবদল ভবিষ্যতে শুভ সময় এনে দিতে পারে। ভাগ্য যেমনই হোক, নিজের পরিশ্রম ও ইতিবাচক মনোভাবই শেষ পর্যন্ত সাফল্যের চাবিকাঠি। তাই ভাগ্যবান রাশির জাতকরা আজকের দিনটি পুরোপুরি কাজে লাগান, আর বাকিরা অপেক্ষা করুন ভাল সময়ের জন্য।
