আজকাল ওয়েবডেস্ক: এবি ডিভিলিয়ার্স ঝড়ে হার মেনেছে পাকিস্তান। তার পর সিদ্ধান্ত নিয়ে ফেলে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে আর কখনও খেলবে না তারা। ভারতের বিরুদ্ধে ম্যাচ বাতিল এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহের জেরে পাকিস্তান এহেন সিদ্ধান্ত নেয়

এই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান হার মেনেছে এবি ডিভিলিয়ার্সের কাছে। এবি ডিভিলিয়ার্স এখনও সেঞ্চুরি হাঁকাতে পারেন। মারতে পারেন বিশাল সব ছক্কা। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েও তিনি অসাধ্যসাধন করতে পারেন।

এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং এখনও রোমাঞ্চিত করে ক্রিকেটভক্তদেরওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ফাইনালে ডি ভিলিয়ার্স একার হাতে ম্যাচ জিতিয়ে দেন দক্ষিণ আফ্রিকাকে।

আরও পড়ুন: কোহলি-রোহিত নেই, তাতে কী! সিরাজ একাই একশো, নাক উঁচু ইংরেজদের মন জিতে নিয়েছেন হায়দরাবাদি

অথচ তাঁর দক্ষিণ আফ্রিকা তাড়া করছিল ১৯৬ রান। সেই রান কত সহজেই তুলে ফেলে প্রোটিয়া ব্রিগেডএবি ডিভিলিয়ার্স থাকলে কোনও টার্গেটই টার্গেট নয়। তিনি গৃহস্থের গর্ব, পড়শির ঈর্ষা। 

৪১ বছর বয়সী ডিভিলিয়ার্স ৬০ বলে ১২০ রান করে অপরাজিত থেকে যান। সেঞ্চুরি করেন ৪৭ বলে। ১২টি চার মারেন। খুব সহজেই সাতটা ছক্কা হাঁকান এবিডি। এখনও খুব সহজেই তিনি গ্যালারিতে বল ফেলতে পারেন। তাই তো লেখা হচ্ছে, কামেথ দ্য আওয়ারকামেথ দ্য সুপারম্যান

ডিভিলিয়ার্স সুপারম্যানই বটে। এখনও তাঁর টাইমিং চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস দল। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট। পাকিস্তানের রান তাড়া করায় সময়ে সারাক্ষণ যন্ত্রণায় তাঁর মুখ কুঁচকে ছিল। ফিজিও এসে তাঁর চিকিৎসা করলেন। চোটের জন্য ফুটওয়ার্ক সাবলীল নয়। তবুও ডিভিলিয়ার্স ছড়িয়ে দিলেন অতীত দিনের সোনালী রোদ্দুর। কথায় বলে, ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। সেটাই বারংবার প্রমাণ করেন ডিভিলিয়ার্সের মতো তারকারা।

লিজেন্ডস লিগে গ্রুপের ম্যাচ তো বটেই, সেমিফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেননি যুবরাজ, ধাওয়ানরা। আর এই ঘটনার পরেই বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে, আগামিদিনে কোনও প্রাইভেট লিগের ক্ষেত্রে দেশের নাম ব্যবহার করা যাবে না।

এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘মহসিন নকভির সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৯-তম ভারচুয়াল বোর্ড সভায় পিসিবি অত্যন্ত হতাশার সঙ্গে লক্ষ্য করেছে, ইচ্ছাকৃতভাবে ম্যাচ থেকে সরে দাঁড়ানো দলকে পয়েন্ট দেওয়া হয়েছে''

চলতি লেজেন্ডস লিগে দু’বার পাকিস্তানের বিরুদ্ধে খেলায় আপত্তি জানিয়েছিল ভারত। প্রথমে গ্রুপ পর্বে, পরে সেমিফাইনালে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিখর ধাওয়ান সাফ জানিয়ে দেন, সেমিফাইনাল হোক বা ফাইনাল, পাকিস্তানের বিরুদ্ধে খেলার ক্ষেত্রে তাঁদের সিদ্ধান্ত বদল হবে না। ধাওয়ানদের এমন দৃঢ় প্রতিজ্ঞ মনোভাবের পরেই নড়েচড়ে বসে পিসিবি। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দল দু’বার খেলতে রাজি না হওয়ায় ‘পাকিস্তান’ নামটিরও অপমান হয়েছে। আর সেই কারণেই ভবিষ্যতে নামটি ব্যবহার করতে দেওয়া হবে না।

বিবৃতিতে বলা হয়েছে, ''এই ঘটনায় পিসিবি কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে। যেখানে খেলাটাই বাইরের চাপে ভেঙে পড়ছে, সেখানে পিসিবি আর অংশ নেবে না'' 

আরও পড়ুন: গিল আর ইতিহাসের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে না তো বৃষ্টি? আজ কী বলছে ওভালের আবহাওয়া, জানুন বিস্তারিত...