সুপারস্টার রজনীকান্ত এমন একটি নাম যার কোনও আলাদা পরিচয়ের প্রয়োজন নেই। বহু ক্লাসিক, ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন ‘থালাইভা’। কমেডি, রোম্যান্স-সহ প্রতিটি ঘরানায় ছবি করেছেন তিনি।

এবার সুপারস্টার রজনীকান্তের সঙ্গে কাজ করতে চলেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ‘থালাইভা’র বায়োপিক তৈরি করতে চলেছেন প্রযোজক। ইতিমধ্যেই সাজিদ নাদিয়াদওয়ালার ঘনিষ্ঠ সূত্র বলেছেন, “খুব কম লোকই জানেন সাজিদ নাদিয়াদওয়ালা শুধু অভিনেতা রজনীকান্তেরই বড় ভক্ত নন, মানুষ রজনীকান্তেরও একজন বড় ভক্ত। তিনি বিশ্বাস করেন, রজনীকান্তের জীবনের গল্প বিশ্ববাসীর জানা উচিত। কীভাবে একজন বাস কন্ডাক্টর একজন সুপারস্টার হয়ে উঠলেন, সবার জানা উচিত। এই ভাবনাতেই তৈরি হচ্ছে ছবিটি।" খবর, ইতিমধ্যেই নাকি তারকা অভিনেতার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন প্রযোজক। যা জেনে অনেকেরই প্রশ্ন, রজনীকান্ত কি নিজেই নিজের চরিত্রে অভিনয় করবেন?

কিছুদিন আগে টুইটারে (বর্তমানে এক্স) নাদিয়াদওয়ালা একটি পোস্ট করে এই সুখবর জানান। সেখানেই ক্যাপশনে লেখা, ‘স্যর! কিংবদন্তি রজনীকান্তের সঙ্গে কাজ করা সত্যিই সম্মানের। এই অবিস্মরণীয় যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি, আপাতত তার অপেক্ষায়।’

?ref_src=twsrc%5Etfw">February 27, 2024

রজনীকান্ত প্রথম দক্ষিণী সুপারস্টার যিনি প্রথম সারা ভারতে খ্যাতি লাভ করেছিলেন। কাশ্মীর থেকে কন্যাকুমারীজুড়ে তাঁর নানা বয়সের অসংখ্য অনুরাগী। যিনি সবার অনুপ্রেরণা, তাঁর অনুপ্রেরণা কে? রজনীকান্তের অনুপ্রেরণা অমিতাভ বচ্চন। ‘বিগ বি’র ১১টি ছবির তামিল রিমেকে কাজ করেছেন তিনি। ৫০ বছরের কর্মজীবনে রজনীকান্ত ১৭০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তাঁকে শেষ দেখা গিয়েছে স্পোর্টস ড্রামা "লাল সালাম"-এ। আগামীতে তাঁকে দেখা যাবে অ্যাকশন ড্রামা ‘ভেট্টিয়ান’এ। সব কিছু ঠিক থাকলে ২০২৫-এ মুক্তি পাবে সুপারস্টার রজনীকান্তের বায়োপিক। ছবিটি দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া জাগাতে পারবে বলেই আশাবাদী প্রযোজক মহল।