আজকাল ওয়েবডেস্ক: উত্তর অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে দাবানলের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে শনিবার দুর্ঘটনার কবলে পড়েছে একটি বিমান। জানা গিয়েছে, বিমানটি কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেন থেকে ১ হাজার ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ম্যাককিনলে শহরের আউটব্যাক শহরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।
ইতিমধ্যেই প্রবল দাবানলের প্রভাব পড়েছে বহু এলাকায়। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, যাঁরা সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানাই। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে কীভাবে এই বিমান দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।
ইতিমধ্যেই প্রবল দাবানলের প্রভাব পড়েছে বহু এলাকায়। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, যাঁরা সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানাই। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে কীভাবে এই বিমান দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।
