আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির আগেই ভারতের তিন বড় শহরের দূষণ পরিস্থিতি আরও উদ্বেগ বাড়াল। রবিবার বিশ্বের ১০ দূষিত শহরের তালিকায় নাম জুড়ল দিল্লি, কলকাতা ও মুম্বইয়ের।

সুইস গ্রুপ আইকিউএয়ার-এর তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। দেশের রাজধানীতে আজ বাতাসের গুণমান বা একিউআই হল ৪৮৩। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সেখানে বাতাসের গুণমান ৩৭১। এরপরই তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। আজ তিলোত্তমার বাতাসের গুণমান ২০৬। চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা, পঞ্চম স্থানে পাকিস্তানের করাচি। ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই। সেখানে বাতাসের গুণমান ১৬২। তালিকায় রয়েছে চিনের তিনটি শহর ও কুয়েত সিটিও।

বিগত এক সপ্তাহ ধরেই ভয়াবহ পরিস্থিতি দিল্লির। গত তিনদিন ধরে দিল্লিতে বাতাসের গুণমান ‘অত্যন্ত ভয়ঙ্কর’ মাত্রায় রয়েছে। যার জন্য রাজধানীর প্রাথমিক স্কুল দুই দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির বাসিন্দারা জানিয়েছেন, দূষণের মাত্রা পাল্লা দিয়ে বাড়তেই চোখ-নাক-গলা জ্বালা করা, শ্বাসকষ্টের মতো একাধিক শারীরিক সমস্যার দেখা দিচ্ছে।