আজকাল ওয়েবডেস্ক: রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার হাওড়ার বেশ কিছু জায়গায় একযোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে উলুবেড়িয়ার কুলগাছিয়া শ্রীরামপুরে অঙ্কিত রাইস মিলে এখনও চলছে তল্লাশি।
প্রায় ১৯ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও সেখান থেকে বেরোননি আধিকারিকরা। রবিবার সকাল পর্যন্ত তল্লাশি চালানো হয় ডোমজুড়ের জ্বালান কমপ্লেক্সের অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে আটার কারখানায়। যেখানে যেখানে তল্লাশি হয়েছে সব জায়গায় পাহারায় ছিল কেন্দ্রীয় বাহিনী।
প্রায় ১৯ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও সেখান থেকে বেরোননি আধিকারিকরা। রবিবার সকাল পর্যন্ত তল্লাশি চালানো হয় ডোমজুড়ের জ্বালান কমপ্লেক্সের অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে আটার কারখানায়। যেখানে যেখানে তল্লাশি হয়েছে সব জায়গায় পাহারায় ছিল কেন্দ্রীয় বাহিনী।
