আজকাল ওয়েবডেস্ক: আত্মসমর্পণ করল ১৮ জন মাওবাদী। সেই দলে এক মাওবাদী কম্যান্ডার ছাড়াও তিন মহিলা মাওবাদী রয়েছে। বাকিরা মাওবাদী সদস্য বলে জানা গেছে। ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলা প্রশাসনের কাছে তারা আত্মসমর্পণ করে বলে জানা গেছে। ডিআইজি কামলোচন কাশ্যপ ও পুলিশ সুপার গৌরব রায়ের কাছে মাওবাদীরা অস্ত্র জমা দেন। পুলিশ সুপার জানান, ছত্তিশগড় সরকারের পুনর্বাসন প্রকল্পের অধীনে এদের সকলকে উৎসাহ ভাতা হিসেবে ২৫ হাজার টাকা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
প্রসঙ্গত, ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ লেগেই থাকে। কিছুদিন আগেই একাধিক মাওবাদীকে খতম করেছিল সেনা। এবার ১৮ জন মাওবাদী আত্মসমর্পণ করল।
প্রসঙ্গত, ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ লেগেই থাকে। কিছুদিন আগেই একাধিক মাওবাদীকে খতম করেছিল সেনা। এবার ১৮ জন মাওবাদী আত্মসমর্পণ করল।
