নিজস্ব সংবাদদাতা: চোখে মোটা করে কাজল, দুপাশে বাঁধা ছোট্ট ঝুঁটি। সাদা-লাল স্ট্রাইপ দেওয়া ছোট্ট টপ পরে হাতে রজনীগন্ধা নিয়ে বসে আছে একরত্তি। চোখে মুখে অপার বিস্ময়। এই ছোট্ট মেয়েটিই আজ বলিউড -টলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। চেনেন এই অভিনেত্রীকে?
ইনস্টাগ্রামে ছোট্টবেলার ছবি পোস্ট করে অনুরাগীদের চমকে দিলেন "হেট স্টোরি" অভিনেত্রী পাওলি দাম। ক্যাপশনে লিখলেন, ""ছোট থেকেই সে জানতো সে কী চায়!""
অভিনেত্রীর এই ছোট্টবেলার মিষ্টি মুহূর্তটিকে ফ্রেমবন্দি করেছিলেন তাঁর বাবা। তখন পাওলি থাকতেন তাঁর উত্তর কলকাতার বাড়িতে। ছবি পোস্ট করে তিনি লেখেন, ""তখন পুরনো বাড়িতে থাকতাম। যৌথ পরিবারে। ছবিটি তুলে দিয়েছিলেন আমার বাবা। এই ঝুঁটি বাঁধা ড্রামাকুইন হাতের সামনে যা পেত সেটাকেই প্রপ বানিয়ে ক্যামেরায় পোজ দিত। দেখুন এই ছবিটা, কতটা আত্মবিশ্বাসী আমি, একটুও ভয় পেতাম না। ছবিতে আমি ফুলটা ধরেছি ঠিকই, কিন্তু ঘাবড়ে যায়নি, লেন্সের দিকে তাকিয়েছি, কারণ আমি জানতাম, বাবা একটা মিষ্টি ছবি তুলে দেবেন।"" এই গল্প দিয়েই অভিনেত্রী প্রমাণ করেছেন যে ছোট থেকেই তিনি অভিনেত্রী হওয়ার কথাই ভেবেছিলেন। পাওলির কথায়, ""লেন্সকে বিশ্বাস করা এবং লেন্সের পিছনের কারিগরকে ভরসা করতে শিখেছিলাম ছোট থেকেই। তখন থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল।"" ছবি পোস্ট করে তিনি বেবিগার্ল, এক্সপ্লোর হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
ইনস্টাগ্রামে ছোট্টবেলার ছবি পোস্ট করে অনুরাগীদের চমকে দিলেন "হেট স্টোরি" অভিনেত্রী পাওলি দাম। ক্যাপশনে লিখলেন, ""ছোট থেকেই সে জানতো সে কী চায়!""
অভিনেত্রীর এই ছোট্টবেলার মিষ্টি মুহূর্তটিকে ফ্রেমবন্দি করেছিলেন তাঁর বাবা। তখন পাওলি থাকতেন তাঁর উত্তর কলকাতার বাড়িতে। ছবি পোস্ট করে তিনি লেখেন, ""তখন পুরনো বাড়িতে থাকতাম। যৌথ পরিবারে। ছবিটি তুলে দিয়েছিলেন আমার বাবা। এই ঝুঁটি বাঁধা ড্রামাকুইন হাতের সামনে যা পেত সেটাকেই প্রপ বানিয়ে ক্যামেরায় পোজ দিত। দেখুন এই ছবিটা, কতটা আত্মবিশ্বাসী আমি, একটুও ভয় পেতাম না। ছবিতে আমি ফুলটা ধরেছি ঠিকই, কিন্তু ঘাবড়ে যায়নি, লেন্সের দিকে তাকিয়েছি, কারণ আমি জানতাম, বাবা একটা মিষ্টি ছবি তুলে দেবেন।"" এই গল্প দিয়েই অভিনেত্রী প্রমাণ করেছেন যে ছোট থেকেই তিনি অভিনেত্রী হওয়ার কথাই ভেবেছিলেন। পাওলির কথায়, ""লেন্সকে বিশ্বাস করা এবং লেন্সের পিছনের কারিগরকে ভরসা করতে শিখেছিলাম ছোট থেকেই। তখন থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল।"" ছবি পোস্ট করে তিনি বেবিগার্ল, এক্সপ্লোর হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।
View this post on Instagram
