শরীরের এক বিশেষ জায়গায় সুড়সুড়ি দিয়ে ঘন্টায় আয় করুন ৯০০০ টাকা! আজব নতুন পেশা...
নিজস্ব সংবাদদাতা
৮ জানুয়ারি ২০২৬ ১৩ : ৪১
শেয়ার করুন
1
8
শৈশবে আমাদের বাড়িতে বড়দের পিঠ চুলকানোর দায়িত্ব প্রায়শই পড়ত ছোটদের উপর। ইটা প্রায় একটা পারিবারিক দায়িত্বের মতো ব্যাপার ছিল। সোফা, খাট বা টিভি দেখার মাঝেই কেউ না কেউ ডাক দিত, “পিঠটা একটু চুলকে দে।”
2
8
এতটাই পরিচিত এই অভ্যাস যে বহু প্রজন্ম ধরে মানুষ জানে ঠিক কোন জায়গায় চুলকানি হয়, আর তাই প্লাস্টিক স্ক্র্যাচার, কাঠের লাঠি বা বাঁকানো স্কেল প্রায় প্রতিটা ঘরেই পাওয়া যায়।
3
8
কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে, এই দৈনন্দিন কাজটাই এখন একটা পেশা হয়ে উঠবে কে জানত? যেখানে পিঠ বা মাথা চুলকে ঘণ্টায় প্রায় ৯ হাজার টাকা পর্যন্ত আয় করা যায়!
4
8
নিউ ইয়র্কের মতো শহরে ‘স্ক্র্যাচ থেরাপি’ নামে স্পা ও স্টুডিওতে প্রশিক্ষিত পেশাদাররা ঘণ্টায় ১০০ ডলারেরও বেশি নিয়ে নিয়মিত সেশন দেন।
5
8
এখানে এলোমেলোভাবে চুলকানো নয় বরং ধীরে নখ বোলানো, তালে তালে চুলকানো, স্ক্যাল্প ওয়ার্ক আর কথা বলার মাধ্যমে স্নায়ুকে আরাম দেওয়া হয়।
6
8
হালকা চুলকানি ত্বকের স্নায়ুকে সক্রিয় করে এন্ডরফিন ও সেরোটোনিন নিঃসরণ ঘটায়, যেই হরমোন মানসিক চাপ কমায়, মুড ভালো করে এবং ঘুমে সাহায্য করে।
7
8
এই পেশায় প্রশিক্ষণ, পরিচ্ছন্নতা ও ত্বক সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই অনলাইন কোর্স করে, পরিষ্কার নখ ও জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার করেন।
8
8
তাই যেখানে বাড়িতে মা বা ভাইবোন দশ সেকেন্ডের বেশি পিঠ চুলকাতে রাজি হন না, সেখানে বিশ্বের অন্য কোথাও সেই একই আরাম পেতে মানুষ মোটা টাকা খরচ করছে।