'জীবনে নতুন মোড় আসছে!' বিয়ের চার মাসের মধ্যেই মা হচ্ছেন অভিকা! কোন ইঙ্গিত দিলেন 'বালিকা বধূ'?
নিজস্ব সংবাদদাতা
৮ জানুয়ারি ২০২৬ ১৪ : ২০
শেয়ার করুন
1
6
বিনোদন জগতে আবারও খুশির হাওয়া! 'বালিকা বধূ' খ্যাত অভিনেত্রী অভিকা গোর ও তাঁর স্বামী মিলিন্দ চন্দওয়ানিকে নিয়ে এখন টিনসেল টাউনে জোর গুঞ্জন। বিয়ের মাত্র চার মাস কাটতে না কাটতেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে—অভিকা কি তবে সন্তানসম্ভবা? দম্পতির সাম্প্রতিক একটি ইউটিউব ভ্লগ এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে।
2
6
গত বছর অভিকা এবং মিলিন্দের বিয়ে ছিল বলিউডের অন্যতম চর্চিত বিষয়। একটি রিয়্যালিটি শো-তে সবার সামনে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই জুটি। বিয়ের পর থেকেই এই জুটি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সম্প্রতি মুক্তি পাওয়া একটি ভিডিওতে অভিকা এবং মিলিন্দ তাঁদের জীবনের এক নতুন অধ্যায় সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন।
3
6
ভিডিওতে অভিকা বলেন, "ভবিষ্যতে আমাদের জন্য খুব বড় এবং বিশেষ কিছু অপেক্ষা করছে।" তাঁর কথার রেশ ধরেই মিলিন্দ বলেন, "এটি এমন এক পরিবর্তন যা আমরা কখনও পরিকল্পনা করিনি, এমনকী স্বপ্নেও ভাবিনি। তবে এটা আমাদের জীবনে অত্যন্ত আনন্দের একটি প্রাপ্তি।" মিলিন্দের কথায় স্পষ্ট ছিল এক অদ্ভুত উত্তেজনা এবং সামান্য দুশ্চিন্তা। তিনি জানান, জীবনের এই বড় বাঁকবদলে সামান্য নার্ভাস হওয়াটাই স্বাভাবিক, কারণ এটি প্রমাণ করে যে আপনি বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছেন।
4
6
এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেছেন। কমেন্ট সেকশনে উপচে পড়ছে ভক্তদের মন্তব্য। কেউ লিখেছেন, 'নিশ্চয়ই আপনাদের ঘরে নতুন অতিথি আসছে,' আবার কেউ আগাম অভিনন্দন জানিয়ে লিখেছেন, 'অভিকা আর মিলিন্দের সন্তানের মুখ দেখার অপেক্ষায় রইলাম।'
5
6
যদিও অভিকা বা মিলিন্দ কেউই সরাসরি অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেননি। তাঁরা পুরো বিষয়টিকেই রহস্যের আবরণে ঢেকে রেখেছেন। তবে তাঁদের চোখে-মুখের আনন্দ এবং কথার ধরনে ভক্তরা প্রায় নিশ্চিত যে, খুব শীঘ্রই কোনও বড় সুসংবাদ আসতে চলেছে।
6
6
অভিকা গোর যেমন টেলিভিশন ও দক্ষিণ ভারতীয় ছবির দুনিয়ার জনপ্রিয় মুখ, তেমনই মিলিন্দও একজন সমাজকর্মী এবং উদ্যোক্তা হিসেবে পরিচিত। এখন দেখার বিষয়, এই গুঞ্জন কি শুধুই জল্পনা নাকি সত্যিই অভিকার কোলে আসতে চলেছে প্রথম সন্তান? আপাতত এই তারকা জুটির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় অনুরাগীরা।